About Us

প্রিয় পাঠক, আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ! Abdunnur IT ওয়েবসাইটে আপনাকে স্বাগত জানাচ্ছি। 

আমার ব্যক্তিগত পরিচিতিঃ

নামঃ আব্দুন নূর 

পিতার নামঃ আব্দুর রহমান

গ্রামঃ বলদিয়াঘাট কলমুডাঙ্গা

পোস্টঃ কলমুডাঙ্গা 

থানাঃ সাপাহার

জেলাঃ নওগাঁ

বিভাগঃ রাজশাহী

পোস্টাল কোডঃ ৬৫৬০

আমরা আমাদের এই ওয়েবসাইট আব্দুন নূর আইটি তে বিভিন্ন উপকারী ও সমৃদ্ধশালী তথ্য প্রকাশ করে থাকি। 

যেমন কুরআন, হাদিস, ইতিহাস ও আক্বিদা থেকে ইসলামিক সব পোস্ট, স্বাস্থ্য টিপস ও ট্রিকস, সুস্থ থাকতে ও হতে উপযুক্ত চিকিৎসা জ্ঞান, শিক্ষা বিষয়ক ইনফরমেশন, অনলাইন ও অফলাইন ইনকাম, ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং তথ্যাদি, কৃষি বিষয়াদি, পর্যটন ও ভ্রমণ সম্পর্কিত টপিকস, টেকনোলোজি বা প্রযুক্তি তথ্য, এবং অনলাইন ও মোবাইল ব্যাংকিং সহ আরো নানা তথ্য উপাত্ত তুলে ধরতে নিজে লেখা পড়ে করে অনলাই ও অফলাইন এর বিভিন্ন সোর্স থেকে সাজিয়ে আর্টিকেল আকারে লিপিবদ্ধ করি। 

এছাড়াও আরো সমকালীন তথ্য বা কারেন্ট নিউজ, খেলাধুলার খবর, ফিজিক্যাল ব্যায়াম(এক্সসারসাইজ) বা শরীর চর্চা সংক্রান্ত লেখা, বাংলা  নিউজ বা সংবাদ, মুসলিম, হিন্দু, খ্রিষ্ট্রান, বৌদ্ধ শিশুদের নামের সমাহার, বর্তমানে দেশে ও বহিঃবিশ্বে যা কিছু সেরা ও জনপ্রিয়, পড়াশোনা বা লেখাপড়া, জব বা চাকরি সম্পৃক্ত লেখা এবং ক্যালেন্ডার বা দিনপঞ্জিকা ইত্যাদি পাবলিশ করে থাকি। 

আর আমরা সার্ভিস দিয়ে থাকি গ্রাফিক্স ডিজাইন রিলেটেড বিভিন্ন বিষয়। যেমন টি শার্ট ডিজাইন, কেডিপি(কিন্ডল ডাইরেক্ট পাবলিশিং) বুক কভার অর্থাৎ পেপারব্যাক, হার্ডকভার ও ই-বুক কভার ডিজাইন এবং ইন্টেরিয়র ডিজাইন সার্ভিস দিয়ে থাকি। এছাড়াও, ওয়েব ডিজাইন মানে ওয়ার্ডপ্রেস, শপিফাই এবং ব্লগার থিম কাস্টমাইজ সার্ভিস দিই। 

আর বর্তমানে বিশেষ করে ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রদান করছি। যথা- ইউটিউব ভিডিও ও ওয়েবসাইট এসইও, গুগল এবং ফেসবুক অ্যাডস ইত্যাদি। আবার, সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক আইডি বা অ্যাকাউন্ট, পেজ, গ্রুপ, ইনস্টাগ্রাম, টুইটার, টিকটক, লিংকডিন এবং পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট ও সেটাপ এবং  ম্যানেজমেন্ট ও ফ্রি কিংবা পেইড মার্কেটিং প্রভৃতি সার্ভিস বা সেবা প্রদান করি থাকি। 

তথ্য অত্যন্ত শক্তিশালী এক উপাদানের নাম। তথ্যের মাধ্যমে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র এমনকি পুরো পৃথিবীকে পালটে দিতে পারে। তবে সেই তথ্য কোথা থেকে লিখা হচ্ছে বা নেওয়া হচ্ছে অর্থাৎ সোর্স বা উৎসটা সেটি মুখ্য বিষয়। কারণ, যেহেতু তথ্যের মাধ্যমে মানুষকে একটা টপিক বা বিষয় সম্পর্কে জানানো হয়। আর এই তথ্যটার সোর্স যদি ভূল হয় তাহলে তথ্যের মাধ্যমে একটি ব্যবস্থার উন্নত হয় আবার ধবংস হয়ে যায়। আমি চেষ্টা করি ভালোভাবে পড়াশুনা ও যাচাই করি আপনার সামনে শেয়ার করা। এরপর মানুষ হিসেবে ভূল হতে পারে, এক্ষেত্রে নিম্নে দেওয়া কন্টাক্ট বা যোগাযোগ পেজে জানানো বা পরামর্শ দেওয়ার জন্য বিনীতভাবে বলা হলো।

যে কোনো ব্যাপারে আমাদের সাথে যোগাযোগ করুন

এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আব্দুন নূর আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url