Disclaimer

Disclaimers for Abdunnur IT

01. আব্দুন নূর আইটি্র ওয়েবসাইটে প্রকাশিত সকল কন্টেন্টের স্বত্বাধিকারী আব্দুন আইটি নিজেই। কোনো অনুমতি ছাড়া আব্দুন আইটির সকল কন্টেন্ট তথা লেখা, ছবি, আলোকচিত্র, লেখচিত্র, অডিও ও ভিডিও ইত্যাদি অন্য কোথাও ব্যবহার করা যাবেনা অর্থাৎ পুরোপুরিব নিষিদ্ধ এবং যা কপিরাইট আইনের অন্তরভূক্ত। 

02. তবে কোনো পোস্ট বা পেজের অংশ বিশেষ কোথাও ব্যবহার করতে চাইলে আব্দুন নূর আইটির ডু-ফলো লিংক যুক্ত করে ক্রেডিট উল্লেখ করতে হবে কিন্ত পোস্ট বা পেজের পুরোপুরি উল্লেখ করলে কপিরাইট আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অতএব পরিপূর্ণ পেজ বা পোস্ট উল্লেখ করা পূর্ণরুপেই নিষেধ বা নিষিদ্ধ। 

03. আব্দুন নূর আইটির কতিপয় পোস্ট বিভিন্ন ইংরেজী, আরবী এবং বাংলা সোর্স বা উৎস থেকে ভাবানুবাদ করে লিখা হয়। এক্ষেত্রে, যদি কোনো পোস্টের কন্টেন্ট এর পুরোপুরি বা কিয়দংশ কাকতালীয়ভাবে আপনার সাথে মিলে যায় (ট্রান্সেলশন বা অনুবাদ) এবং অন্য ভাষায় প্রকাশ না হোক এটি আপনার চাওয়া থাকে তাহলে abdunnur it এর এডমিন কে নির্দিধায় জানিয়ে দিন।

04. অথবা, যেকোনো পেজের বা পোস্টের কোনো ছবি, অডিও, ভিডিও, লেখচিত্র, আলোকচিত্র এবং ব্লগ বা লিখার কোনো অংশ আপনার হয়ে থাকে এবং এডমিন কে অবহিত করে থাকেন যে আপনি কি চান যেমন, ক্রেডিট, ডিলিট বা যেকোনো সমাধান এবং তথ্য জানাতে ও দিতে তাহলে কন্টাক্ট আস পেজের মাধ্যমে সরাসরি অবহিত করলে এডমিন ব্যবস্থা নিতে বাধ্য থাকিবে।

এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আব্দুন নূর আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url