Terms And Conditions
নিম্নে আমাদের ওয়েব সাইটের কিছু নিয়ম ও শর্ত নিয়ে পয়েন্ট আকারে লিখা
হচ্ছে
২. www.abdunnurit.com এর ওয়েবে লিখিত প্রায়শঃ আর্টিকেলগুলো বিভিন্ন সোর্স
হতে আসলে ভাবানুবাদ করে লিপিবদ্ধ হয়েছে। কাকতালীয়ভাবে কোনো ব্লগ বা লেখা
নির্ধারিত সোর্সের সঙ্গে ম্যাচ হয়ে যেতে পারে। এক্ষেত্রে, আপনার কন্টেন্টটি
আমাদের ওয়েবসাইটে প্রকাশিত হওয়া না চাইলে আমাদেরকে বিশেষভাবে অবহিত করার
অনুরোধ করা হলো।
৩. আমাদের ওয়েবসাইটটিতে সকল কন্টেন্ট আমাদের হাতেই লেখা। আমরা প্রচুর সময়
ব্যয় করে রিসার্চ বা গবেষণা করে বৈচিত্রময় জায়গা হতে ইনফরমেশন জোগাড় করে
লিখেছি। তবে আবারো বলছি কোনো লিখা লিখতে হঠাৎ মিলে গেলেঅনুগ্রহপূর্বক
আমাদেরকে জানালে আমরা আপনার কন্টেন্ট দায়িত্বশীলতার সহিত ডিলিট বা অপসারণ করে
দিব।
৪. আমি খুব সময় ও শ্রম দিয়ে ওয়েবসাইটের লেখাগুলো লিখার চেষ্টা করেছি। তাই আমাদের আর্টিকেলের যেকোনো তথ্য বা তথ্যের কোনো বড় বা ছোট অংশ কেউ কপি করে অন্য কোথাও লিখতে পারবেনা। আমি কপি করা হয়েছে কোনভাবে এটা উপলদ্ধি করতে পারলে আমি তার বিরুদ্ধে কপিরাইট আইনের ব্যবস্থা নেওয়া হবে।
আমাদের ওয়েবসাইটে ব্লগ পোস্ট রাইটার কিংবা গেস্ট পোস্ট দাতাদের ক্ষেত্রে যে
নিয়মগুলো ফলো করতে হবে তা হচ্ছে -
১. অযথা বাংলা, ইংলিশ কিংবা আরবী বর্ণ, লেটার কিংবা হরফ মিশ্রণ করে
লিখা যাবে না। তবে যে ক্ষেত্রে না লিখলেই নয় সেক্ষেত্রে অবশ্যি লিখা যাবে
কোনো সমস্যা নেই। তবে সাধ্যমত মিশ্রণের গুরুচন্ডালী থেকে বিরত থাকতে হবে।
২. কিছু কিছু সফটওয়্যার এর বিভিন্ন সময় সিরিয়াল কোড বা সফটওয়্যার ক্র্যাক করা
কিংবা সফটওয়্যার চুরি করার জন্য বিভিন্ন সিস্টেম বা পদ্ধতি সংক্রান্ত ব্লগ বা
লিখা প্রকাশ করা থেকে বেঁচে থাকতে হবে এবং এই ধরণের পোস্ট লিখার জন্য কোনো
আগ্রহ প্রকাশ করা যাবে না।
৩. অন্যে লিখা নিজের বলে চালানো অথবা অন্য লেখকের লেখা সম্পূর্ণ নকল করা
কিংবা কপি করা এগুলো আমাদের ওয়েবসাইটে লিখার ইচ্ছা পোষণ করাও যাবেনা। কপি করা
কিয়দাংশ কিংবা হুবহু এগুলো কপিরাইট আইনে নিষিদ্ধ যা লেখা চুরি আইনের
অন্তরভূক্ত।
৪. নীতি বহির্ভূত, শ্লীলতাহানিকর এবং স্বত্বাধিকার বা কপিরাইট পলিসি ব্রেক
(ভঙ্গ) করে এমন ধরণের যেকোনো ছবি, লেখা অথবা ইনফরমেশন পাবলিশ করা মোটেই কাম্য
নয় এবং করা যাবেনা। এছাড়াও, রিলিজিওন বা ধর্ম এবং ধর্মগ্রন্থের কোনো ভার্স
কিংবা সোশ্যাল বা সমাজকে হেয় ও আঘাত করে এমন পোস্ট লিপিচরণ করা নিষেধ।
৫. জনগণের উপকারে আসবে না এমন কোনো আর্টিকেল লিখা যাবে না যা শুধুমাত্র
ব্যক্তি স্বার্থে কিংবা কমার্সিয়াল উদ্দেশ্য হাসিলের জন্য লিখা হয় এটা
পূর্ণাঙ্গরুপে লিখা থেকে বিরত থাকতে হবে। যেকোনো ইনস্টিটিউশন বা প্রোডাক্টের
প্রোপাগান্ডা চালানো যাবে না যা কেবল নিজেদের স্বার্থসিদ্ধির জন্য হয়ে
থাকে।
৬. সাইবার অপরাধ, সেক্সুয়্যাল হ্যারেসমেন্ট, হ্যাকিং কিংবা ফিশিং প্রভৃতি
টপিকে কোনো ব্লগ বা আর্টিকেল লিখা থেকে বিরত থাকতে হবে। কারণ এগুলো লিখার
মাধ্যমে ব্যক্তির অপমান জড়ানো, সমাজবান্ধব এর প্রতি আঘাত এবং রাষ্টের প্রতি
হীনতা প্রকাশ করা হয় যা আমাদের আদর্শ বহির্ভূত কাজ। সুতরাং এগুলো সম্পর্কে
লিখা থেকে বিরত থাকতে হবে।
আব্দুন নূর আইটির কমেন্ট পলিসি -
০২। আব্দুন নূর আইটির ওয়েবসাইট, পেজ অথবা চ্যানেলের পোস্ট, স্ট্যাটাস অথবা ভিডিও তে গঠণ্মূলক বা নেতিভাচক মন্তব্য করতে পারেন।
০৩। এছাড়া অন্য যেকোনো অশালীন বা অশ্রাব্য মন্তব্য করা পূর্ণাঙ্গরুপে নিষিদ্ধ।
০৪। যেকোনো বিষয়ে আপনার অভিমত কিংবা অভিযোগ জানাতে কন্টাক্ট পেজের মাধ্যমে জানাতে পারেন।
বিশেষ দ্রশটব্যঃ -
আব্দুন নূর আইটির যেকোনো বিষয় যেকোনো সময় পরিবর্তণ করতে পারে। এক্ষেত্রে, কেউ কোনো হস্তক্ষেপ করতে পারবে না। আব্দুন আইটির একক ক্ষমতা রয়েছে।
Very nice post!