কম দামে ভালো ফোন 2024 দাম

ফ্রিল্যান্সিং এর জন্য কোন ল্যাপটপ ভালোকম দামে ভালো ফোন 2024 দাম  জানাব এই আর্টিকেলে। সেরা মোবাইল ফোন কমদামে কে না চায়। সমার্ট ফোন এর দাম সম্পর্কে কিশোর, যুবক ও অন্যান্য সব বয়সী মানুষ জানতে চায়। ২০২৪ সালে মোবাইল ফোনের দাম সম্পর্কে সচেতন হওয়া ব্যক্তির অভাব নেই। 

কম-দামে-ভালো-ফোন-2024-দাম

ভালো ও জনপ্রিয় ফোন ক্রয় করতে চায় কিন্তু বাজেট ও অল্প। তো বাজারে আজ ফোন ব্র্যান্ডগুলো এ রকম গ্রাহকদের কথা মাথা রেখে রকমারী দামের ফোনের বাজারজাত করেছে। বিস্তারিত নিম্নে আসছে চলুন জেনে নিই।

পেজ সূচীপত্রঃ কম দামে ভালো ফোন 2024 দাম সংশ্লিষ্ট বিষয়গুলো জানুন

কম দামে ভালো ফোন 2024 দাম

কম দামে ভালো ফোন 2024 দাম নিয়ে ব্যাপারটি এখানে লিখছি। ২০২৪ সালের ভালো ফোনের দাম এটি আপনার ডিমান্ড এবং কম-বেশি বাজেট অনুসারে নির্ভর করবে। যেমন আপনি চাহিদা রেখেছেন এবং বাজেট রেখেছেন ফোনের দাম বেশি ও হতে পারে আবার কম ও হতে পারে। কেননা আপনি মোটামোটি লেভেলের কাজ করলে ফোনের দাম কম হবে আর ফোনটির একাধিক ফিচার এবং স্টাইল বেশি নিলে দামটা বেশি হতে পারে। নিচে কম দামের ফোনগুলো সম্পর্কে লিখা হলো।

রিয়ালমির Realme Nerzo 50A Prime এটির প্রসেসর Unisoc T612। আর ব্যাটারী 5000 mAh(অ্যাম্পিয়ার)। আর প্রাইমারী ক্যামেরা 50MP। আর এটির দাম ১০ হাজার টাকার নিচে।

রেডমির Redmi 10A Pro এটির প্রসেসর Snapdragon 665 এর। আর ব্যাটারী 5000mAh ( ৫ হাজার এম্পিয়ার)। আর প্রাইমারী ক্যামেরা 50MP ( ৫০ মেগাপিক্সেল)। আর দাম এটিরও দাম ৳১০ হাজার টাকার কম।

স্যামসাং এর Samsung Galaxy A04s এটিএর প্রসেসর Exynos 850 । আর ব্যাটারী এটির ও 5000mAh (5 হাজার অ্যাম্পিয়ার) এর। আর এর প্রাইমারী ক্যামেরা ( সামনের প্রথম ক্যামেরা) 50MP (50 mega pixel)।   আর এটিএর প্রাইস বা দাম হচ্ছে ৳১০ হাজার এর কমের দামের।  

পোকোর Poco M5 এটির প্রসেসর Helio G96 এর। আর এটির ব্যাটারী ৫ হাজার এম্পিয়ারের। আর এটির প্রাইমারী ক্যামেরা ১০৮ মেগা পিক্সেলের (108 MP)। আর এটির দাম পূর্বের চেয়ে ৫ হাজার বেশি হতে পারে অর্থা ১০-১৫ হাজার টাকার দামের

আরো পড়ুনঃ  ২০২৪ সালের বাংলাদেশের সবচেয়ে ভালো ১০টি মোবাইল কোনগুলো পড়ুন

ইনফিনিক্স এর Infinix Note 12i এটির প্রসেসর Helio G88। ব্যাটারী ৫ হাজার অ্যাম্পিয়ার। প্রাইমারী ক্যামেরা ৫০ মেগা পিক্সেলের। এটির দামও ১০-১৫ হাজার টাকার দামের। 

স্যামসাং এর Samsung Galaxy F13 এটির প্রসেসর এক্সিনো ৮৫০ এর। ব্যাটারী ৫০ হাজার অ্যাম্পিয়ার এর। প্রাইমারী ক্যামেরা ৫০ মেগা পিক্সিলের। আর দাম এটির দাম ১০ হাজার থেকে ১৫ হাজার এর মধ্যে।

এখন থাকছে ১৫ হাজার হতে ২০ হাজার টাকা দামের মোবাইল ফোন। চলো জেনে নিই।

মোটোরোলার Motorola Moto G52 এটির প্রসেসর Snapdragon 680 এর। আর ব্যাটারী ৫০০০ এম্পিয়ারেরর। প্রাইমারী ক্যামেরা ৫০ মেগা পিক্সেলের। 

আইকিউওও জেড৬এক্স (iQOO Z6x) এটির প্রসেসর Unisoc T616 এর। আর প্রাইমারী ক্যামেরা 64MP (64 মেগাপিক্সেল) এর। ব্যাটারী 4400 mAh (ampere) এর।

রিয়ালমির Realme 9i এটির প্রসেসর স্ন্যাপড্রাগন ৬৮০ এর। এর ব্যাটারী ৫ হাজার এম্পিয়ার এর। এর প্রাইমারী ক্যামেরা ৫০ মেগা পিক্সেলের।

উল্লেখ্য ফোনের দামগুলো সাধারণত কমবেশি হয়ে থাকে বিভিন্ন ফিচার এর কম বেশির উপর। এবং পাশাপাশি ব্র্যান্ড ভেল্যু এবং রিভিউ এর উপর নির্ধারন হয়। আবার চাহিদার উপর নির্ধারন হয় যে আপনি ফোন দ্বারা কি করবেন গেম খেলবেন নাকি ভিডিও দেখবেন নাকি আদার কাজ করবেন তার উপর। এখন ফোন দ্বারা কম্পিউটারের মত অনেক কাজ ই করা যায়। 

এতে করে কম্পিউটারের মত ভারী কাজ করলে বাজেট আরো বাড়াতে হবে এ ছাড়া আমি যে গুলো উল্লেখ করেছি ১০ হাজার থেকে ২০ হাজার টাকা দাম এর মধ্যে এ ফোনগুলোর দ্বার ও তো কম্পিউটারের একাধিক কাজ করা যায়। 

বিঃদ্রঃ প্রসেসর মানে প্রসেস বা প্রকিয়া করণ। অর্থাৎ মোবাইলের কাজ করার ক্ষমতা। এক্ষেত্রে প্রসেসর যত ভালো ব্র্যান্ডের, ভালো দামের, আধুনিক সংস্করণের হবে মোবাইল তত ফুরফুর করে উড়বে অর্থাৎ ভালো চলবে হ্যাং হবে না। 

অ্যাম্পিয়ার মানে ব্যাটারী কতটুকু এবং কত সময় ধরে চার্জ থাকবে এটি ব্যাটারীর অ্যাম্পিয়ার উপর নির্ভর করবে। তবে ভালো ব্র্যান্ডে ব্যাটারী হলে এটি কম অ্যাম্পিয়ার হলেও ভালো চার্জ যায়। অ্যাম্পিয়ার বেশি হলেও ব্র্যান্ড ভালো না হওয়ার কিছু সময় বেশি অ্যাম্পিয়ারে লাভ হয় না। তবে এটি খুব সময় প্রতিক্রিয়া করে।

আর মেগা পিক্সেল হলো ক্যামেরা ছবি বা ভিডিও ধারনে ইফেক্ট করে। এক্ষেত্রে যত মেগা পিক্সেল বেশি হবে তত ক্যামেরার মান ভালো হবে। প্রিয় পাঠক, মোবাইল ফোনের দামগুলো এ কয়টি বিষয়ের উপর বেশি উঠা নামা করে বিধেয় এ ৩টি বিষয়কে হাইলাইট করে কম দামে ভালো ফোন 2024 দাম এর ব্যাপারগুলো লিখার ট্রাই করেছি।

নতুন মোবাইল ফোন 2024 vivo

নতুন মোবাইল ফোন 2024 vivo এর কয়েটি এখানে উল্লেখ করছি। একটি Vivo X91 এটির প্রসেসর Snapdragon 8 Gen 2 । এটি X সিরিজের। এটির ব্যাটারী ৫০ হাজার অ্যাম্পিয়ারের(5000 mAh)। এটির অ্যামোলেড ডিসপ্লে সাইজ 6.78 ইঞ্চির। এটির প্রাইমারী ক্যামেরা ১০৮ মেগাপিক্সেলের (108 MP) এর। 

আরেকটি ভিভোর নতুন ফোন হচ্ছে Vivo V30 Pro। এটির অ্যামোলেড ডিসপ্লে সাইজ 6.62 inch এর। প্রসেসর Dimensity 9200 এর। প্রাইমারী ক্যামেরা 50MP এর। ব্যাটারী 4500 mAh এর। এটি ভি সিরিজের একটি ফোন।

আরেকটি ভিভোর নতুন মোবাইল ফোন Vivo Y77 5G । এটি Y সিরিজের একটি চমৎকার ফোন। এতে ক্যামেরা আছে 50PM এর। প্রসেসর ডাইমেনসিটি ৭০০ এর। ব্যাটারী রয়েছে ৫০ হাজার এম্পিয়ারের। আর ডিসপ্লে IPS LCD এর।

নতুন মোবাইল ফোন 2024 oppo

নতুন মোবাইল ফোন 2024 oppo সম্পর্কে লিখছি। ওপ্পোর একটি মডেল হচ্ছে Oppo Reno 9। এটির প্রসেসর Snapdragon 8 Gen 1 এর। ক্যামেরা ৫০ মেগা পিক্সেলের। ডিসপ্লে অ্যামোলেড 6.7 inch এর। আরেকটি হচ্ছে  Oppo Find X6 Pro। আরেকটি ওপ্পো রেনো৮(Oppo Reno8)। আরেকটি হচ্ছে Oppo A98। আরেকটি Oppo K10 5G ইত্যাদি। এছাড়াও আরো রয়েছে যেগুলো অনলাইনে চোখ বুলালেই দেখতে পাবেন।

নতুন মোবাইল ফোন 2024 রেডমি

নতুন মোবাইল ফোন 2024 রেডমি এর কয়েকটি এখানে উল্লেখ করছি। 

রেডমির Redmi Note 13 Pro 5G। এটি নোট সিরিজের একটি প্রিয়াম কোয়ালিটির আকর্ষণীয় মোবাইল ফোন। এতে ডিসপ্লে রয়েছে 6.67 ইঞ্চির যেটি অ্যামোলেড। আর প্রাইমারি ক্যামেরা হচ্ছে 108 মেগাপিক্সেলের। আর প্রসেসর হচ্ছে স্ন্যাপড্রাগণ 695 এর। আর ব্যাটারি হচ্ছে পাঁচ হাজার এম্পিয়ারের।

রেডমি আরও একটি ফোন হচ্ছে Redmi Note 12s। এটিও লোড সিরিজের একটি মিড রেঞ্জের এক্সেলেন্ট ফোন। এটির ব্যাটারির অ্যাম্পিয়ার হচ্ছে ৫০০০। আর প্রসেসর হচ্ছে MediaTek Helio G96 এর। তার প্রাইমারি ক্যামেরা হচ্ছে ৫০ মেগাপিক্সল এর। আর ডিসপ্লে হচ্ছে এই অ্যামোলেড(AMOLED) ৬.৪৩ ইঞ্চি এর।

রেডমি আরও একটি নতুন ফোন হচ্ছে Redmi 12C। এটি ১২ সিরিজের একটি খুব ফাইন ফোন। এটির ব্যাটারি এম্পিয়ার হচ্ছে পাঁচ হাজার। প্রাইমারি ক্যামেরা হচ্ছে ৫০ মেগাপিক্সেলের। আর প্রসেসর হচ্ছে Unisoc SC9863A এর। আর ডিসপ্লে হচ্ছে ডিসি .৬.৫৮ ইঞ্চির যেটি আইপিএস এলসিডি।

নতুন মোবাইল ফোন 2024 Samsung

নতুন মোবাইল ফোন 2024 Samsung এর কয়েকটি উল্লেখ করছি। হ্যাঁ একটি হচ্ছে samsung galaxy s24 আল্ট্রা। এর ডিসপ্লে হচ্ছে ৬.৮ ইঞ্চি আর ডিসপ্লেতে ডায়নামিক অ্যামুলেড টু এক্স রয়েছে। ব্যাটারি এম্পিয়ার হচ্ছে ৫৫০০। প্রসেসর হচ্ছে স্নাপড্রাগন ৮ জেনারেশন টু এর। প্রাইমারি ক্যামেরা হচ্ছে 200 মেগাপিক্সেল এর। samsung এর আরো একটি নতুন মোবাইল ফোন হচ্ছে স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড 5(Samsung Galaxy Z Fold 5)। আরো একটি হচ্ছে Samsung Galaxy Z Flip5। আরো একটি হচ্ছে Samsung Galaxy A54 5G। আরো একটি হচ্ছে Samsung Galaxy A35 5G। আরো একটি Samsung Galaxy M55 5G। 

নতুন মোবাইল ফোন 2024 পোকো

নতুন মোবাইল ফোন 2024 পোকো এখানে কয়েকটি উল্লেখ করছি। এটি হচ্ছে পোকো এক্স ৭ প্রো ৫জি।ব্যাটারি পাঁচ হাজার এম্পিয়ার। এর ডিসপ্লে 6.67 ইঞ্চি অ্যামোলেড এর। প্রাইমারি ক্যামেরা ১০৮ মেগাপিক্সেলের। আর এটি একটি সিরিজের প্রিমিয়াম মেড রেঞ্জের একটি ফোন। 

আর একটি হচ্ছে পোকা এক্স ৬ ফাইভ জি। আরেকটি হচ্ছে পোকো সি৫৫ এর ইত্যাদি।   পোকোর এই ফোনটির মডেল হচ্ছে Poco X6 5G। এটির ব্যাটারী 5000 mAh এর। প্রাইমারী ক্যামেরা 50 MP এর। প্রসেসর Dimensity 700 এর। আর ডিসপ্লে IPS LCD 6.58 inch এর। 

নতুন মোবাইল ফোন 2024 দাম

নতুন মোবাইল ফোন 2024 দাম বিষয়টি আমরা ইতিমধ্যে আলোকপাত করেছি। আসলে ২০২৪ সালের নতুন মোবাইল ফোনের দাম কেমন হবে এটি আপনার চাহিদা এবং বাজেটের উপর নির্ভর করবে। যেমন আপনি যদি মোবাইল ফোনটি দ্বারা গ্রাফিক্সের কাজ করেন তাহলে হাই রেঞ্জের গ্রাফিক্স সাপোর্ট করে এমন ফোন নিবেন। 

আরো পড়ুনঃ জনপ্রিয় ১০ টি সফটওয়্যার এর নাম - ৫টি সফটওয়্যার এর নাম বাংলা

আপনি যদি বেশি স্টোরেজ সম্পন্ন ফোন চান তাহলে বেশী মেমোরির এখন নিবেন। আপনি যদি আপনার ফোনটিতে বেশি অ্যাপ্লিকেশন চালু রাখতে চান তাহলে র‍্যামটাও বেশি হওয়া উচিত। পাশাপাশি আপনি যদি খুব দ্রুত এবং স্পিডে কাজ চান আপনার দ্বারা তাহলে ফোনটির প্রসেসরও খুব ভালো হতো উচ্চ জেনারেশন সম্পন্ন।

২০২৪ সালের সেরা ১০টি মোবাইল 

২০২৪ সালের সেরা ১০টি মোবাইল কোনগুলো বাজারে এসেছে চলুন অবহিত হওয়ার চেষ্টা করি। এখানে বিশ্বের বর্তমান নামকরা সব মোবাইল যেগুলি খুবই আকর্ষণীয়, চমৎকার, সর্বজন স্বীকৃত ও গ্রহণযোগ্য। এখানে থাকবে যে সমস্ত ব্রান্ড গুলো হচ্ছে যথাক্রমে Samsung, Apple, Xiaomi, Realmi, Redmi, OnePlus প্রভৃতি। 

  1. Samsung Galaxy S24 Ultra
  2. iPhone 15 Pro Max 
  3. Google Pixel 8 Pro
  4. Sansung Galaxy A54 5G
  5. Xiaomi 13T Pro
  6. Realme GT Neo 4
  7. Samsung Galaxy M35 5G
  8. Redmi Note 13 Pro
  9. OnePlus 12 Pro
  10. Realme GT Neo 5

১৩০০০ টাকার মধ্যে মোবাইল ২০২৪

১৩০০০ টাকার মধ্যে মোবাইল ২০২৪ যে ফোনগুলো ভীষভাবে উল্লেখযোগ্য তা এখানে উল্লেখ করার চেষ্টা করছি। প্রিয় পাঠক, আপনার সামনে এখানে পেশ করেছি বিশ্বের ঐতিহ্যবাহী কিংবা অতি প্রাচীন ও আধুনিক(Modern) ও অত্যাধুনিক(Ultra Modern) 13000 হাজার এর মধ্যে প্রায় সব ব্র্যান্ডের মোবাইল ফোনের একটা তালিকা পেশ করছি। তো চলুন এক্সপ্লোর করি।

  1. Realme C55
  2. Poco M5
  3. Samsung Galaxy A24
  4. Redmi Note 12S
  5. Infinix Note 13 Pro
  6. Samsung Galaxy F14
  7. Nokia G22
  8. Motorola Moto G23
  9. Samsung Galaxy M14 5G
  10. Realme Narzo 50 5G
  11. Infinix Hot 21 Play
  12. Samsung Galaxy A04s
  13. Redmi A1+
  14. Tecno Spark 9 Pro
  15. Lava Agni 5G
  16. Motorola Moto E40
  17. IQOO Z6x
  18. Poco C40
  19. Samsung Galaxy M13 5G
  20. Samsung Galaxy M13 5G
  21. Realme Narzo 50 5G

লেখকের শেষ মন্তব্য

কম দামে ভালো ফোন 2024 দাম সম্পর্কে উক্ত ব্লগটিতে ধারণা দেওয়ার চেষ্টা করেছি। প্রিয় পাঠক, আমাদের এই ব্লগটি পড়ে আপনার কম দামে ভালো ফোন ২০২৪ এর সম্পর্কে স্পষ্ট আইডিয়া পেয়েছেন বলে বিশ্বাস করছি। আরো এরকম নিত্য নতুন দৈনন্দিন উপকারী আর্টিকেল পেতে ওয়েবসাইটটির প্রতি নিয়মিত চোখ রাখুন ইনশাআল্লাহ। তাহলে উপকারী এবং মনের তৃপ্তিদায়ক সব পোস্ট নিয়ে হাজির হয়ে যাব। জানার কিছু থাকলে কমেন্টে মন্তব্য ড্রপ করুন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আব্দুন নূর আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url