ফ্রিল্যান্সিং এর জন্য কোন ল্যাপটপ ভালো ২০২৪ সালে জানুন
বিশ্বের সেরা ২০টি পোষাক ব্র্যান্ডফ্রিল্যান্সিং এর জন্য কোন ল্যাপটপ ভালো ব্যাপারটি আজকে জানাব। প্রিয় পাঠক, আর্টিকেলটিতে ল্যাপটপ এর মাঝে যেগুলো সবচেয়ে ভালো ফ্রিল্যান্সিংয়ের জন্য সেগুলো সহকারে বভিন্ন ল্যাপটপ নিয়ে আলোচনা করব।
ল্যাপটপ হচ্ছে এক ধরনের কম্পিউটার। ল্যাপটপ কোলে রেখে চালানো যায়। দামে ও ফ্রিল্যান্সিং করার জন্য কোন ল্যাপটপ সেরা ও জনপ্রিয় তা জানার চেষ্টা করি চলুন।
পেজ সূচীপত্রঃ ফ্রিল্যান্সিং এর জন্য কোন ল্যাপটপ ভালো জানুনফ্রিল্যান্সিং এর জন্য কোন ল্যাপটপ ভালো
ফ্রিল্যান্সিং এর জন্য কোন ল্যাপটপ ভালো তা নিয়ে আলোচনা করছি। ফ্রিল্যান্সিং এর জন্য যে ল্যাপটপ ভালো এই বিষয়টি কয়েটি বিষয়ের উপর ডিপেন্ড করে। যেমন কেমন এবং কি আপনার চাহিদা এবং বাজেট কত সেগুলোর উপর নির্ভর করে। পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো অর্থাৎ কী কাজ করবেন সেগুলো বিবেচনায় রাখা।
আপনি গ্রাফিক্সের কাজ করলে এক রকম ল্যাপটপ দরকার। কোথাও বহন করার জন্য আরেক রকম ল্যাপটপ রয়েছে। কয়েক কাজ এক সাথে করলে আরেক রকম ল্যাপটপ লাগে। বেশি জিনিস স্টোরেজ রাখার জন্য আরেক রকম ল্যাপটপ লাগে। বাসা থেকে বাইরে কাজ করলে আরেক রকম ল্যাপটপ লাগে। কয়েকটি মার্কেট প্লেসে এক সাথে কাজ করতে আরেক ধরনের ল্যাপটপ লাগতে পারে। নিম্নে বিস্তারিত বলছি।
পোর্টেবিলিটিঃ আপনি বেশি বেশি ভ্রমণ করলে এক জায়গা থেকে আরেক জায়গা গিয়ে ফ্রিল্যাংসিং করার ইচ্ছা থাকলে পাতলা ও হালকা এবং বহন করতে খুব ভারী না লেগে সহজ লাগে। এই জন্য আপনাকে যে ল্যাপটপ লাগবে তা হচ্ছে ১৩ ইঞ্চি বা ১৪ ইঞ্চির ল্যাপটপ।
প্রসেসরঃ আপনি গ্রাফিক্স বেস কাজ করতে চাইলে আপনাকে প্রয়োজন হবে একটি শক্তিশালী ল্যাপটপ কম্পিউটার লাগবে। এক্ষেত্রে, পাওয়ারফুল প্রসেসর লাগবে। যেমন আপনি নিতে পারেন ইন্টেল এর কোর আই ফাইভ বা সিক্স প্রসেসর (Intel Core i 5/6 Processor) কিংবা এ এম ডি রাইজেন ফাইভ বা সিক্স প্রসেসর লাগবে ( AMD Ryzen 5 or 7 Processor)। এগুলো আপনার জন্য সঠিক সিদ্ধান্ত হবে।
র্যামঃ যদি আপনি এক সাথে অনেক কাজ করতে চান মানে এক সাথে একাধিক অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার চালাবার ইচ্ছা করেন যেই কাজটিকে কম্পিউটারের ভাষায় মাল্টিটাস্কিং বলা হয়, তাহলে আপনাকে নিতে হবে বেশি র্যাম সম্পন্ন ল্যাপটপ। এক্ষেত্রে আপনি নিম্নে ৮ জিবি আর সর্বোচ্চ ১২, ১৬ কিং বা ৩২ জিবি র্যামের ল্যাপটপ নিতে পারেন। আপনার বাজেট এবং পছন্দ অনুসারে Ram নিবেন।
স্টোরেজঃ আপনি যদি ফ্রিল্যান্সিং ল্যাপটপে অনেক কিছু স্টোর করে রাখতে চান তাহলে আপনার লাগবে দামী ভালো ব্র্যান্ডের এস এস ডি ( SSD)। এক্ষেত্রে এইচ ডি ডি (HDD) হলেও চলবে। তবে এইচ ডি ডি এর চেয়ে এস ডি ডি বেশি দ্রুত কার্যক্ষমতা সম্পন্ন। আর SSD এর ফুল রুপ হলো সলিড স্টেট ড্রাইভ এবং HDD এর ফুল রুপ হলো হার্ড ডিস্ক ড্রাইভ।
আরো পড়ুনঃ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি - আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর ব্যবহার
ব্যাটারীঃ আপনি যদি আপনার নির্দিষ্ট এরিয়া বা আউটলেট থেকে দূরে কোথাও কাজ করেন যেখানে বিদ্যুৎ সংযোগ দেওয়া যাবে না, এক্ষেত্রে আপনি দীর্ঘক্ষণ চার্জ যাবে এমন ব্যাটারির ল্যাপটপ খুঁজুন।আপনি 4 ঘন্টা বা তার চেয়ে কিছু বেশি ক্ষণ ল্যাপটপ চলবে এমন ব্যাটারি সম্পন্ন ল্যাপটপ নিতে পারেন।
ডিসপ্লেঃ আপনি যদি ট্রাফিক এর কোন কাজ করতে চান তাহলে আপনাকে বড় ডিসপ্লের ল্যাপটপ নিতে হবে। যে ডিসপ্লের মানটা হতে হবে হাই ডিমান্ড এর। এক্ষেত্রে আপনি আইপিএস ডিসপ্লে নিতে পারেন। অর্থাৎ ইন-প্লেন স্যুইচিং যার কালার খুব সুন্দর এবং ভূল হলে সেটা চোখে পড়ে সাথে সাথে।
কিবোর্ডঃ আপনাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আপনি যদি খুব বেশি কিবোর্ড
এর মাধ্যমে টাইপিং করতে চান তাহলে আপনাকে খুব সফট এবং আরামদায়ক কিবোর্ড
ব্যবহার করতে হবে।এক্ষেত্রে আপনি ব্যাকলিফ কিবোর্ড ব্যবহার করতে পারেন যেটি কম
আলোতে খুব সহজে লেখা যায়।
ট্র্যাকপ্যাডঃ আপনি যদি তারওয়ালা মাউস ব্যবহার না করতে চান তাহলে আপনাকে
খুব সংবেদনশীল বা স্পর্শকাতর এবং ইফেক্টফুল ট্র্যাকপ্যাড ব্যবহার করতে হবে
যার মাধ্যমে খুব সহজেই ল্যাপটপ চালাতে পারবেন।
এছাড়াও, আরও বিভিন্ন বিষয় রয়েছে যেগুলোর প্রতি নজর দিলে সুন্দর একটি
ফ্রিল্যান্সিং ল্যাপটপ নেওয়ার মাধ্যমে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার টাকে
উজ্জ্বল এবং সম্ভাবনাময় করে গড়ে তুলতে পারবেন ইনশাআল্লাহ। নিচে ভালো
ল্যাপটপ সম্পর্কে আরো কিছু লিখা আছে সেগুলি পড়ুন যার মাধ্যমে ফ্রিল্যান্সিং
এর জন্য কোন ল্যাপটপ ভালো ব্যাপারটি স্পষ্ট হয়ে যাবেন।
কোন ব্র্যান্ডের ল্যাপটপ ভালো ২০২৪
কোন ব্র্যান্ডের ল্যাপটপ ভালো ২০২৪ ব্যাপারটি এখানে আলোকপাত করছি। ২০২৪ সালে যে ব্র্যান্ডগুলো সবচেয়ে ভালো এবং শীর্ষস্থানীয় এবং প্রায় অনেক দীর্ঘ সময় ধরেই বাজারে বিখ্যাত ব্র্যান্ড হিসেবে চিহ্নিত হয়ে আছে সেগুলি এখানে তুলে ধরছি। চলুন 2024 সালের সবচেয়ে ভালো ল্যাপটপ ব্র্যান্ডগুলো আপনাকে জানাই।
অ্যাপলঃ এই ব্রান্ড টি বিশ্বের মধ্যে সবচেয়ে এখন নামকরা একটি ব্র্যান্ড এবং খুব ব্যয়বহুল। অ্যাপল ব্র্যান্ডের ল্যাপটপগুলো খুব আকর্ষণীয় ডিজাইনের এবং উচ্চমানের। যেমন ম্যাকবুক প্রো এবং ম্যাকবুক এয়্যার ইত্যাদি ল্যাপটপগুলোর সৃজনশীলতা এবং কর্মক্ষমতা অত্যন্ত শক্তিশালী এবং জনপ্রিয়।
ডেলঃ ডেল হচ্ছে রকমারি ল্যাপটপ আইটেমের একটি ব্র্যান্ড। আপনি একজন শিক্ষার্থী হওয়ায় বাজেট নিয়ে সমস্যা থাকলে এখান থেকে খুব সস্তা ল্যাপটপ নিতে পারবেন। আবার আপনি যদি একজন পেশাদার ব্যক্তি হয়ে থাকেন তাহলে এখান থেকে খুব দামি এবং উন্নত ল্যাপটপ ও নিতে পারবেন। যেমন সবচেয়ে স্টাইলিশ এবং জনপ্রিয় ল্যাপটপ হচ্ছে ডেল ব্র্যান্ডের ডেল এক্সপিএস থার্টিন(Dell XPS 13)।
এইচপিঃ এই ব্যান্ডটি অনেক নামিদামি এবং ভালো একটি ব্র্যান্ড যেটা বিভিন্ন ধরনের ল্যাপটপ অফার করে থাকে। যেমন এইচপি স্পেকটর এক্স ৩৬০ (HP Spectre x360) ল্যাপ যা গেম খেলার জন্য খুব উপযুক্ত এবং পপুলার।
লেনেভোঃ এই ব্র্যান্ডটি বিভিন্ন ধরনের ল্যাপটপ বাজারে সব সময় ছেড়ে থাকে যার মূল্য খুব সাশ্রয়ী এবং খুব লাস্টিং বা টেকসই হয়। যেমন এই ব্র্যান্ডের একটি ল্যাপটপ হচ্ছে থিংকপ্যাড এক্স ১ কার্বন (ThinkPad X1 Carbon) যা খুব জনপ্রিয় এবং পছন্দনীয় পেশাদার ব্যক্তিদের জন্য।
আসুসঃ এই ব্র্যান্ডটি খুব সৃজনশীল এবং উদ্ভাবনী ল্যাপটপের জন্য প্রসিদ্ধ। আবার বর্তমানে গেম বিশেষকরে হাই সফটওয়্যার এর মাধ্যমে যে গেমগুলো খেলা হয় তার জন্য বিখ্যাত ল্যাপটপের একটি ব্র্যান্ড। Asus ব্র্যান্ডের বর্তমান সবচেয়ে হালকা এবং পাতলা ল্যাপটপ হচ্ছে আসুস রগ জেফিরাস জি ১৪ (Asus Rog Zephyrus G14)।
কোন কাজের জন্য কোন ল্যাপটপ ভালো
কোন কাজের জন্য কোন ল্যাপটপ ভালো বিষয়টি আমরা ইতিমধ্যেই আলোচনা করেছি। আবারও এখানে সারসংক্ষেপ স্মরণ করিয়ে দিচ্ছি। তো চলুন শুরু করা যাক। ল্যাপটপে আপনি যদি মাল্টিটস্কিং কিংবা একাধিক কাজ করতে চান তাহলে র্যাম বাড়িয়ে কাজ করতে হবে কিংবা যে ল্যাপটপ এর র্যাম বেশি হবে সেই ল্যাপটপ আপনাকে নিতে হবে।
অথবা, ল্যাপটপ নেওয়ার পরেও আপনি র্যাম লাগিয়ে নিতে পারবেন। আপনি যদি আপনার ল্যাপটপে একাধিক ভারি ভারি ভিডিও এবং ফাইল রাখতে চান তাহলে ল্যাপটপটিতে এইচডিডি (HDD) এর বদলে এসএসডি(SSD) লাগাতে হবে। এক্ষেত্রে ল্যাপটপ নেওয়ার পরও আপনি লাগাতে পারেন এসএসডি যেটা ল্যাপটপকে খুব দ্রুত কাজ করতে সহযোগিতা করবে।
আপনি যদি আউটলেট বা বিদ্যুতহীন জায়গা থেকে কাজ করতে চান তাহলে হাই অ্যাম্পিয়ারের ব্যাটারি সম্পন্ন ল্যাপটপ নিতে হবে। আপনি যদি ভারি ভারি এপ্লিকেশন বা সফটওয়্যার আপনার ল্যাপটপটিতে চালাইতে চান তাহলে ইন্টেল কিংবা রাজেনের ভালো প্রসেসর লাগাতে হবে।
আপনি যদি আপনার ল্যাপটপটিকে এক জায়গা থেকে আরেক জায়গা বহন করতে চান তাহলে খুব পাতলা এবং হালকা যেমন ১৩ বা ১৪ ইঞ্চি ল্যাপটপ নিলেই হবে। তাহলে ল্যাপটপটি ভালো হবে বলে আশা করি।
৫০ হাজারের মধ্যে ভালো ল্যাপটপ
৫০ হাজারের মধ্যে ভালো ল্যাপটপ নিয়ে লিখছি। কোন জিনিস নেওয়ার ক্ষেত্রে আপনার চাহিদা এবং বাজেটের উপর প্রথমত ডিপেন্ড করবে। জনপ্রিয় কিছু ৫০ হাজার টাকার ভিতরে ভালো ল্যাপটপ আপনাকে সাজেস্ট করছি চলুন নিম্নে দেখুন।
Lenovo এর একটা ভালো ল্যাপটপ হচ্ছে 15.6 ইঞ্চি FHD ডিসপ্লে লাগানো আছে। আর
প্রসেসর হচ্ছে ইন্টেল কোম্পানির Core i3। আর র্যাম হচ্ছে 4GB, আর
SDD হচ্ছে 256GB, আর দেখতেও খুব সুন্দর আকর্ষণীয় এবং ওজনে খুব
হালকা-পাতলা, তাই এক্ষেত্রে এটা নিয়ে আপনি খুব সুন্দর জার্নিও করতে
পারেন।
HP কোম্পানির চাহিদা সম্পন্ন একটি ল্যাপটপ হচ্ছে HP 14s-dk1508TU। এই ল্যাপটপটির ডিসপ্লে হচ্ছে এইচডি এবং ১৪ ইঞ্চি। এর প্রসেসর হচ্ছে Core i3। আর SSD হচ্ছে এএমডি অ্যাথলোন ৩০২০ এ (AMD Athlon 3020e)। এর র্যাম হচ্ছে চার জিবি (4GB)। এর এইচডিডি (HDD) হচ্ছে ৫১২ জিবি (512GB)। এবং এটিতে একটি গ্রাফিক্স কার্ড লাগা আছে যেটি রেডিয়ন ভেগা ৩ (Radeon Vega 3) নামে পরিচিত। যাদের বাজেট কম তারা এটা নেওয়ার জন্য স্টেপ নিতে পারেন।
আরো পড়ুনঃ ৫টি শিক্ষা প্রযুক্তির নাম ও ব্যবহার পূর্ণাঙ্গরুপে জেনে নিন
Acer এর ভালো ল্যাপটপ রয়েছে যেটি হচ্ছে Acer Aspire 3 A315-22। এটিও 15.6 ইঞ্চি ডিসপ্লে। র্যাম হচ্ছে 4GB। আর প্রসেসর হচ্ছে Core i3। আর SSD হচ্ছে ২৫৬ জিবি (256 GB)। আর এতে ও বিল্ট-ইন একটি ইউএইচডি (UHD) গ্রাফিক্স কার্ড লাগা আছে। এটি খুব স্টাইলিশ এবং পেশাদার জন্য খুব কাজের একটি ল্যাপটপ হবে।
Asus এর একটি ল্যাপটি বাজারে এসেছে যা খুব ভালো। আর সেটি হচ্ছে Asus VivoBook 15 X515EA-BQ156T। যার র্যাম 4GB। এবং প্রসেসর হচ্ছে Core i3। আর SSD হচ্ছে 256 GB। আর এতেই ইন্টেগরেটেড বা পূর্ব লাগানো একটি Graphics Card রয়েছে যেই Intel UHD।
Dell এর একটি ভালো ল্যাপটপ হচ্ছে Dell Inspiron 3511। আর এটিতে 15.6 Inch এর এফ এইচ ডি ডিস্প্লে লাগা আছে। এর কোর আই ৩। এর র্যাম 4GB। এর এস এস ডি (SSD) ২৫৬ জিবি। এতেও একটি গ্রাফিক্স কার্ড ইন্টেগরেটেড বা যুক্ত আছে।
বাংলাদেশের সবচেয়ে ভালো ল্যাপটপ কোনটি
বাংলাদেশের সবচেয়ে ভালো ল্যাপটপ কোনটি তা জানাচ্ছি। বাংলাদেশে সবচেয়ে ভালো ল্যাপটপ হচ্ছে অ্যাপলের Apple MacBook Pro 14/16। এর পরে ডেলের Dell XPS 13 Plus। এরপরে Lenovo ThinkPad X1 Carbon। এরপর HP Sectre x360 14। এরপরে আসূসের Asus VivoBook Pro 14 OLED। এরপরে Acer Swift 3। এরপরে Lenovo IedaPad Slim 5 এবং HP এর HP Pavillion Aero 13 ইত্যাদি।
কোন জেনারেশনের ল্যাপটপ ভালো
কোন জেনারেশনের ল্যাপটপ ভালো ব্যাপারটি আলোকপাত করছি। সাধারণত পুরাতন জেনারেশন এর চেয়ে নতুন জেনারেশনের ল্যাপটপ ভালো হয়ে থাকে। এক্ষেত্রে পুরনো জেনারেশনের ল্যাপটপ একটু স্লো এবং ধীরগতির আর নতুন জেনারেশনের ল্যাপটপ দ্রুত এবং ব্যয়বহুল বটে। আর যে ল্যাপটপে খুব উন্নত মানের দামি প্রসেসর, এবং বেশি র্যাম পাশাপাশি এইচডিডি এর বদলে এসএসডি লাগানো থাকে সেই জেনারেশনের ল্যাপটপ বেশি ভালো হয়ে থাকে।
হ্যাকিং এর জন্য কোন ল্যাপটপ ভালো
হ্যাকিং এর জন্য কোন ল্যাপটপ ভালো ব্যাপারটি আলোকপাত করছি। হ্যাকিং এর জন্য যে ল্যাপটপ ভালো এখানেও সেই একই কথা। তবে বিষয়টি আপনার উঁচু স্তরের দক্ষতা, ডিম্যান্ড এবং বাজেটের উপর নির্ভর করে। সে ক্ষেত্রে আপনাকে ল্যাপটপের র্যাম সবচেয়ে বেশি হতে হবে, প্রসেসর হাই এবং ভালো ব্র্যান্ডের, বেশি স্টোরেজ সম্পন্ন, এবং ভাল ও দামি এবং বড় গ্রাফিক্স কার্ড লাগানো থাকে এ রকম হতে হবে তাহলে সেই ল্যাপটপটি হ্যাকিংয়ের জন্য ভালো লাগে।
ভালো ল্যাপটপ এর দাম
ভালো ল্যাপটপ এর দাম ব্যাপারটি আপনার কাজের ডিমান্ড অনুসারে হয়ে থাকে। এক্ষেত্রে lenovo ideapad 3 এর দাম । ৪০ হাজার থেকে ৫০ হাজার টাকা। Asus VivoBook 15 এর দাম ৪৫ হাজার থেকে ৬০ হাজার টাকা। Acer Aspire 3 এর দাম ৫০ হাজার টাকা থেকে ৬০ হাজার টাকা। HP Pavilion 15 এর দাম ৫৫ হাজার টাকা থেকে ৭০ হাজার টাকা। Dell Inspiron 3511 এর দাম ৬০ হাজার টাকা থেকে ৭৫ হাজার টাকা। Asus Vivobook Pro 14 OLED এর দাম ৮০ হাজার থাকা থেকে ৯৫ হাজার টাকা ইত্যাদি।
২০২৪ সালের শীর্ষস্থানীয় ১০টি ল্যাপটপ
২০২৪ সালের শীর্ষস্থানীয় ১০টি ল্যাপটপ এর লিষ্ট লিখছি যেগুলো আকর্ষণীয় স্টাইলিশ ও ডিজাইনের।
- Apple MacBook Pro 14
- Dell XPS 13 Plus
- Lenovo ThinkPad X1 Carbon Gen 10
- HP Spectre x360 14
- Asus Vivo Pro 14 OLED
- Acer Swif 3
- Lenovo IdeaPad Slim 5
- HP Pavilion Aero 13
- Microsoft Surface Laptop Studio
- Samsung Galaxy Book 2 Pro
লেখক এর শেষ মন্তব্য
ফ্রিল্যান্সিং এর জন্য কোন ল্যাপটপ ভালো সংশ্লিষ্ট বিষয়গুলো এই আর্টিকেলটির মধ্যে সুস্পষ্টভাবে বর্ণনা করার চেষ্টা করেছি। প্রিয় পাঠক, আপনার যদি আর্টিকেলটি পড়ে কিছুটা উপকার হয়ে থাকে তাহলে আরো এরকম নিত্য নতুন আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করুন ইনশাআল্লাহ।
আব্দুন নূর আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url