ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখা সমূহ - islami bank agent banking braches

ডাচ বাংলা ব্যাংক ক্রেডিট কার্ড এর সুবিধাইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখা সমূহ বাংলাদেশ বিভিন্ন জায়গায় রয়েছে। এজেন্ট ব্যাংকি হলো ব্যাংকিং সেবার তৃতীয় পক্ষকে দেওয়া গ্রামীণ বা দূরবর্তী এলাকার সুবিধা যেটা গ্রাহকরা ভোগ করে থাকে। 

ইসলামী-ব্যাংক-এজেন্ট-ব্যাংকিং-শাখা-সমূহ

প্রিয় পাঠক, ইসলামী ব্যাংকের ও এজেন্ট ব্যাংকিং শাখা রয়েছে যেগুলোতে ব্যাংকের পক্ষে আর্থিক লেনদেন, নগদ তোলা ও জমা ও বিল পরিশোধ ইত্যাদি প্রায় একাধিক পরিষেবাই প্রদান করে থাকে। নিম্নে islami bank agent branch গুলো নিয়ে তথ্য তুলে ধরা হলো।

পোস্টের সূচীপত্রঃ ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখা সমূহ নিয়ে জানুন নিম্নে

ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখা সমূহ 

ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখা সমূহ নিয়ে এখানে লিখছি। প্রিয় পাঠক, প্রথমে আপনাকে জানতে হবে এজেন্ট ব্যাংকিং কি তথা এর সংজ্ঞা ও পরিচিতি। এরপর জানবেন ব্লগটির এই জায়গায় নিম্নে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেবার বৈশিষ্ট্য, সেবা প্রক্রিয়া, এজেন্ট ব্যাংকিং এর সুবিধা, চ্যালেঞ্জ বা অসুবিধা এবং ভবিষ্যত পরিকল্পনা সহ ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর শাখাগুলো বাংলাদেশের কোথায় কোথায় বিদ্যমান সেগুলো। হ্যা, চলুন পড়ায় মনোযোগ দিন!

প্রথমে একটি পর্যালোচনামূলক কিছু কথাঃ পাঠক মহোদয়, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড যাকে সংক্ষেপে আইবিবিএল বলা হয় আর ইংরেজিতে IBBL লিখা হয়। এটি দেশের অন্যতম শীর্ষস্থানীয় ব্যাংকগুলোর মধ্যে একটি। ব্যাংকটি ইসলামী অর্থ ব্যবস্থার নীতির উপর ভিত্তি করে পরিচালিত হয়।আইবিবিএল বা ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড অনেক দিন থেকেই ,

আরো পড়ুনঃ বাংলাদেশে অল্প পুঁজিতে লাভজনক ব্যবসা ২০২৪

আধুনিক প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে গ্রামীণ ও প্রান্তিক অঞ্চলে ব্যাংকিং পরিষেবা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে এজেন্ট ব্যাংকিং ব্যবস্থা চালু করেছে। সেবা দেশের প্রত্যন্ত অঞ্চল বা এলাকায় কাস্টমার গ্রাহকদের জন্য ব্যাংকিং এর নানার সুযোগ সুবিধা প্রদান করছে। এখানে ব্যাংক শাখায় যাওয়ার ঝামেলা ছাড়াই সহজে আর্থিক লেনদেন করতে পারবেন। 

এজেন্ট ব্যাংকিং সংজ্ঞা ও পরিচিতিঃ এজেন্ট ব্যাংকিং হলো একটি বিকল্প ব্যাংকিং সেবা ব্যবস্থা তার মানে মূল শাখা কর্তৃক এজেন্ট বা তৃতীয়পক্ষকে গ্রাহকদের বিভিন্ন সেবা প্রদানের জন্য প্রতিনিধিত্ব করার অ্যাক্সেস দিয়ে থাকে। সাধারণত, ব্যাংক শাখার বাইরে এজেন্ট বা তৃতীয় পক্ষের মাধ্যমে এই সার্ভিস প্রদান করা হয়। ইসলামী ব্যাংক সেবা দিচ্ছে গ্রামীণ ও অনগ্রসরমান ব্যাংকিং সেবা পৌঁছে দিতে।এজেন্টরা মূলত ব্যাংকের প্রতিনিধিত্ব করে যাদের মাধ্যমে গ্রাহকরা সহজে ব্যাংকের ব্যাংকিং কার্যক্রম সম্পন্ন করতে পারে। 

ইসলামী ব্যাংকিং এজেন্ট ব্যাংকিং সেবার বৈশিষ্ট্যঃ ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেবার কয়েকটি বৈশিষ্ট্য নিয়ে বলি। 

১. সহজ ও দ্রুত এক্সেসঃ এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে আপনি ব্যাংকিং সেবা সহজে এক্সেস পাবেন।এক্ষেত্রে, বিষয়টি গ্রামের মানুষদের হাতের নাগালে পৌঁছে গিয়েছে। যার কারণে, দূরবর্তী এলাকায় বসবাসর মানুষদের শহরে আর আসতে হয় না ব্যাংকে কার্যক্রমের জন্য। 

২. শরীয়াহ ভিত্তিক লেনদেনঃ বর্তমান ব্যাংক মানেই সুদ আমরা যদি জেনে থাকি তবে ইসলামী ব্যাংক এজেন্ট ব্যবস্থা সহ প্রায় শরীয়াহ ভিত্তিক সুদের বাইরে থেকে ইসলামের নীতির উপরে অর্থনৈতিক লেনদেন ব্যবস্থা পরিচালনা করার চেষ্টা করে। তাই আপনার কাছে একজন মুসলিম হিসেবে যতটুকু পারেন ইসলামের ব্যবস্থা সম্পন্ন অর্থনৈতিক ব্যাংকিং সেবার সাথে যুক্ত থাকতে ইসলামী ব্যাংকিং এজেন্টে আর্থিক লেনদেন করতে পারেন। 

৩. নিরাপদ লেনদেনঃ ইসলামী ব্যাংক এজেন্ট শাখা গুলোতেও বরাবরই মূল শাখাগুলোর ন্যায় লেনদেনের ক্ষেত্রে সিকিউরিটি বা নিরাপত্তা প্রদান করে থাকে। তারা এই নিশ্চয়তা প্রদান করে থাকে যে আপনি তাদের এজেন্ট ব্যাংকিং এর সেবা নিলেও ওটিপির মাধ্যমে আপনার তথ্য ও অর্থ সুরক্ষিত থাকবে। 

৪. বিভিন্ন সেবাঃ ইসলামী ব্যাংকিং এজেন্ট ব্যাংকিং সেবার মাধ্যমে আপনি আপনার একাউন্টে টাকা নগদের জমা দিতে পারবেন, নগদ উত্তোলন করতে পারবেন, বিল পরিশোধ করতে পারবেন, হিসাব নিতে পারবেন এবং আরো নানান সেবার সুবিধা পাবেন। যা আমি নিজেই করেছি এবং তাদের অফিসিয়াল ওয়েবসাইটে তাই লিখিত। 

সেবা প্রক্রিয়াঃ ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং ব্যাংকিং এর মাধ্যমে আপনি নিম্ন সুবিধাগুলো গ্রাহক হিসাবে পেয়ে থাকবেন। 

১. অ্যাকাউন্ট খোলাঃ এজেন্ট ব্যাংকিং সেবার মাধ্যমে সহজেই সঞ্চয়ী বা চলতি একাউন্ট খোলা যায়।এজন্য পূর্ণাঙ্গ ব্যাংক শাখায় যাওয়ার দরকার নেই। 

২. নগদ জমা ও উত্তোলনঃ এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে খুব সহজেই আপনার নগদ টাকা আপনার একাউন্টে জমা দিতে পারবেন এবং নগদে উত্তোলন করতে পারবেন। বিশেষত গ্রামের প্রত্যন্ত অঞ্চলে যেখানে পূর্ণাঙ্গ ব্যাংক শাখা নেই সেখানে এই এজেন্টের মাধ্যমে সহজেই সেবাগুলো পেয়ে থাকবে। 

৩. বিল পরিশোধঃ এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে বিদ্যুৎ বিল, গ্যাস বিল এবং অন্যান্য বিল ও পরিশোধ করতে পারবেন। যে জন্য ব্যাংকের মূল শাখায় না গিয়ে এই এজেন্টেই গ্রাহক হিসাবে সুবিধা গুলো পাবেন। 

৪. রেমিটেন্সঃ ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স দ্রুত এবং নিরাপদে আপনি একজন গ্রাহক হিসাবে সংগ্রহ করতে পারবেন। প্রবাসীদের পক্ষ থেকে পাঠানো এই রেমিটেন্স বিশেষভাবে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 

৫. কিস্তি পরিশোধঃ ইসলামী ব্যাংক থেকে নেওয়া ঋণের কিস্তি আপনি এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করতে পারবেন যেটা সময় বাঁচায় এবং খুব সহজেই ঋন বা ধার বা কর্য পরিশোধ করতে পারবেন।

এজেন্ট ব্যাংকিং এর সুবিধাঃ এজেন্ট ব্যাংকিং আরো কিছু সুবিধা আমরা নিম্নে উল্লেখ করার চেষ্টা করছি। 
  • সহজলভ্যতাঃ এজেন্ট ব্যাংকিং এর ফলে আর  লেনদেন সেবার জন্য শহরে যেতে হয়না।
  • নিম্ন ব্যয়ঃ এজেন্ট ব্যাংকিং এর কম খরচে লেনদেন কার্যক্রম করতে পারবেন। 
  • সময় বাঁচানোঃ দিন মজুর ব্যবসায়ীদের সময় বেঁচে যাবে এজেন্ট শাখাগুলো ব্যবহারে।
  • স্মার্ট প্রযুক্তির ব্যবহারঃ স্মার্ট টেকনোলোজি গ্রাহকরা সুরক্ষা পেয়ে থাকবেন।

এজেন্ট ব্যাংকিং এর চ্যালেঞ্জ বা অসুবিধাঃ যদিও এজেন্ট ব্যাংকিং সেবার একাধিক সুবিধা রয়েছে তবে কিছু চ্যালেঞ্জ বা অসুবিধা রয়েছে যা নিম্নে লিখছি। 
  • প্রযুক্তিগত সমস্যাঃ অনেক সময় ইন্টারনেট সংযোগের অভাবে এজেন্ট ব্যাংকিং সেবা ব্যাহত ও বাধাগ্রস্ত হতে পারে। কারণ বিশেষ করে গ্রাম্য অঞ্চলগুলোতে ইন্টারনেট এবং ইলেকট্রিসিটি বিভিন্ন সময় দুর্বল সংযোগের কারণে সমস্যা দেখা দেয়। 
  • সুবিধার সীমাবদ্ধতাঃ কিছু নির্দিষ্ট সীমাবদ্ধ বা সীমিত ব্যাংকিং সেবা যথা ক্রেডিট সুবিধা, চেক ইস্যু যা এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে পাওয়া যায় না।

ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর ভবিষ্যত পরিকল্পনাঃ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এজেন্ট ব্যাংকিং সেবা দেশের আরও অত্যন্ত ও দূরবর্তী অঞ্চলে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে। ভবিষ্যতে আইবিবিএল এর এই সার্ভিস - সেবা দেশের প্রায়ই প্রতিটি কোনায় পৌঁছে দেওয়ার সুপরিকল্পনা রয়েছে। পাশাপাশি নতুন নতুন প্রযুক্তির ছোঁয়ার সমন্বয়ে সেবাকে আরো আধুনিক করণের চেষ্টায় রয়েছে। 

এছাড়াও, আপনি ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে ব্যাংকিং ব্যবস্থার নতুন দিগন্ত উন্মোচন করতে পারেন । আপনি যদিও দেশের গ্রামীণ বা প্রান্তিক এলাকার লোক হোন তাহলেও যেন সেবা থেকে বঞ্চিত না হোন সেই ব্যবস্থায় আপনার জন্য ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং করেছে। যাতে মানুষের জীবনযাত্রাকে আরো সুযোগ ও সহজতর করা যায়। 

ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখা সমূহ নিম্নে কোন বিভাগের কোন জেলার কোন থানায় তা সংক্ষেপে লিস্ট আকারে দেওয়া হলো। 

ঢাকা বিভাগ
  1. ঢাকা মোহাম্মদপুর
  2. নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ
  3. গাজীপুর টঙ্গী
  4. টাঙ্গাইল কালিহাতী
  5. মাদারীপুর শিবচর

চট্টগ্রাম বিভাগ
  1. চট্টগ্রাম সীতাকুণ্ড
  2. কক্সবাজার উখিয়া
  3. কুমিল্লা দাউদকান্দি
  4. নোয়াখালী বেগমগঞ্জ
  5. ফেনী ছাগলনাইয়া

রাজশাহী বিভাগ
  • রাজশাহী পুটিয়া
  • নাটোর গুরুদাসপুর
  • পাবনা ঈশ্বরদী
  • বগুড়া শাজাহানপুর
  • চাঁইনবাবগঞ্জ শিবগঞ্জ

খুলনা বিভাগ 
  1. খুলনা দিঘলিয়া
  2. যশোর চৌগাছা
  3. সাতক্ষীরা কলারোয়া
  4. কুষ্টিয়া মিরপুর
  5. ঝিনাইদহ কালিগঞ্জ

বরিশাল বিভাগ
  1. বরিশাল বাকেরগঞ্জ
  2. ভোলা চরফ্যাশন
  3. পটুয়াখালী কলাপাড়া
  4. ঝালকাঠি রাজাপুর
  5. বরগুনা আমতলী
সিলেট বিভাগ
  1. সিলেট গোপালগঞ্জ
  2. হবিগঞ্জ মাধবপুর
  3. মৌলভীবাজার শ্রীমঙ্গল
  4. সুনামগঞ্জ দোয়ারা বাজার
  5. সিলেট বিয়ানী বাজার

রংপুর বিভাগ 
  1. রংপুর পীরগাছা
  2. দিনাজপুর বিরল
  3. কুড়িগ্রাম বৌমারী
  4. নীলফামারী সৈয়দপুর
  5. ঠাকুর রাণীশংকৈল
ময়মনসিংহ বিভাগ
  1. ময়মনসিংহ ফুলবাড়িয়া
  2. জামালপুর মাদারগঞ্জ
  3. নেত্রকোনা মোহনগঞ্জ
  4. শেরপুর ঝিনাইগাতী
  5. ময়মনসিংহ ত্রিশাল

ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখা সমূহ চট্রগ্রাম

ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখা সমূহ চট্রগ্রাম নিয়ে নিম্নে আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। চট্রগ্রামে এজেন্ট ব্যাংকিং এর কয়েকটি শাখা রয়েছে। চলুন জেনে নিই। 
ইসলামী-ব্যাংক-এজেন্ট-ব্যাংকিং-শাখা-সমূহ-চট্রগ্রাম

চট্রগ্রাম জেলাঃ
  1. সীতাকুণ্ড
  2. সন্দীপ
  3. পটিয়া
  4. বাঁশখালী
  5. বোয়ালখালী
  6. রাউজান
  7. ফটিকছড়ি
  8. আনোয়ারা
কক্সবাজার জেলাঃ
  1. উখিয়া
  2. টেকনাফ
  3. চকরিয়া
  4. মহেশখালী
  5. পেকুয়া
  6. রামু
নোয়াখালো জেলাঃ
  1. দাউদকান্দি
  2. লাকসাম
  3. চান্দিনা
  4. মুরাদনগর
  5. মনোহরগঞ্জ
ফেনী জেলাঃ
  • ছাগলনাইয়া
  • পরশুরাম
  • দাগনভূঞা
ব্রাহ্মণবাড়িয়া জেলাঃ
  • আশুগঞ্জ
  • সরাইল
  • নাসিরনগর
  • আখাউড়া
লক্ষ্মীপুর জেলাঃ
  • রায়পুর
  • কমলনগর
  • রামগঞ্জ
  • রামগতি
চাঁদপুর জেলাঃ
  • হাইমচড়
  • মতলব উত্তর
  • মতলব দক্ষিণ
আরো থাকতে পারে আপনি একান্ত নিজের এলাকার নাম উল্লেখ করে "ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং" এই কিওয়ার্ডে গুগলে সার্চ দিলেই আশা করি আপনার সামনে এটি পেয়ে যেতে পারেন যদি সেবা থেকে থাকে।

ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখা সমূহ  ঢাকা

ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখা সমূহ  ঢাকা নিয়ে নিম্নের তালিকায় লিখছি।

ঢাকা জেলা
  1. মোহাম্মদপুর
  2. দারুস সালাম
  3. নবাবগঞ্জ
  4. কেরানীগঞ্জ
  5. ধামরাই
  6. ডেমরা
  7. সাভার
  8. দোহার 
নারায়ণগঞ্জ জেলা
  1. সিদ্ধিরগঞ্জ
  2. রূপগঞ্জ
  3. আড়াইহাজার
  4. ফতুল্লা
  5. বন্দর
গাজীপুর জেলা
  1. টঙ্গী
  2. শ্রীপুর
  3. কালিয়াকৈর
  4. কাপাসিয়া
  5. কোনাবাড়ী
নরসিংদী জেলা
  1. রায়পুরা
  2. বেলাবো
  3. মনোহরদী
  4. শিবপুর
  5. পলাশ
টাঙ্গাইল জেলা
  1. কালিহাতী
  2. ঘাটাইল
  3. মির্জাপুর
  4. ধনবাড়ী
  5. দেলুয়ার
মানিকগঞ্জ জেলা
  1. সিংগাইর
  2. শিবালয়
  3. হরিরামপুর
  4. ঘিওর
  5. দৌলতপুর
মাদারীপুর জেলা
  1. শিবচর
  2. কালকিনি
  3. রাজৈর
মুন্সিগঞ্জ জেলা
  1. লৌহজং
  2. টঙ্গীবাড়ী
  3. শ্রীনগর
  4. গজারিয়া

ফরিদপুর জেলা
  1. নগরকান্দা
  2. বোয়ালমারী
  3. ভাঙ্গা
  4. সদরপুর
এছাড়াও, আরো অজানা কিছু থাকতে পারে ইন্টারনেট সার্চ করে দেখে নিতে পারেন।

ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখা সমূহ ময়মনসিংহ

ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখা সমূহ ময়মনসিংহ নিয়ে এখানে নিম্নের তালিকায় লিখছি। 

ময়মনসিংহ জেলা
  • ত্রিশাল
  • মুক্তাগাছা
  • গফরগাঁও
  • ঈশ্বরগঞ্জ
জামালপুর জেলা
  • মাদারগঞ্জ
  • সরিষাবাড়ী
  • দেওয়ানগঞ্জ
  • ইসলামপুর
  • বকশীগঞ্জ
নেত্রকোনা জেলা
  • কলমাকান্দা
  • মোহনগঞ্জ
  • পূর্বধলা
  • কেন্দুয়া
  • আটপাড়া
শেরপুর জেলা
  • নালিতাবাড়ী
  • শ্রীবরদী
  • ঝিনাইগাতী 
  • নকলা
আরো থাকতে পারে নেট সার্চ করে আপনার নির্দিষ্ট এলাকা দেখে নিতে পারেন।

ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখা সমূহ নোয়াখালী

ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখা সমূহ নোয়াখালী নিয়ে এখানে তালিকায় লিখছি। 
  1. বেগমগঞ্জ
  2. সোনাইমুড়ি
  3. চাটখিল
  4. হাতিয়া
  5. কোম্পানীগঞ্জ
  6. সুবর্ণচর
  7. কবিরহাট
  8. নোয়াখালী সদর
নোয়াখালী জেলায় অবস্থিত ইসলামী ব্যাংকের ব্যাংকিং এজেন্ট গুলো গ্রাম্য অঞ্চলগুলোতে খুব সহজে সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে।

ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং রাউটিং নাম্বার

ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং রাউটিং নাম্বার নিয়ে কিছু কথা এখানে লিখা হলো। রাউটিং নাম্বার এর বিশ্লেষণ হলো যেমন ১২৫২৬১৮২ এ সংখ্যাটি ইসলামী ব্যাংক বাংলাদেশ জেলার থানা কোড কে বুঝাচ্ছে। অর্থাৎ ১২৫ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কে নির্দেশ করছে, আর ২৬ এই সংখ্যাদ্বয় ঢাকা জেলা কে নির্দেশ করে, আর শেষের ১৮২ এই সংখ্যাত্রয় নির্দিষ্ট থানায় অবস্থিত শাখা ব্যাংক এর কোড। 
ঢাকা বিভাগ মোহাম্মদপুর শাখা ১২৫২৬১৮২ ধানমন্ডি শাখা ১২৫২৬১৭৫৩ নবাবগঞ্জ শাখা ১২৫২৭৪৬৯২০ সাভার শাখা ১২৫২৬৪০৯৭
চট্টগ্রাম বিভাগ সীতাকুণ্ড শাখা ১২৫৩৫০৩৭২ পটিয়া শাখা ১২৫০১১০৩৭ চাঁদপুর শাখা ১২৫৬৭০০৪৯ বেপারিপাড়া শাখা ১২৫২২০২৩১
খুলনা বিভাগ খুলনা শাখা ১২৫৪৭০৭০২ যশোর শাখা ১২৫৪১০৯৪৬ ঝিনাইদহ শাখা ১২৫৪৪০৬৪০ বাগেরহাট শাখা ১২৫০১০০৭০
রংপুর বিভাগ রংপুর শাখা ১২৫৯৩০১১৮ দিনাজপুর শাখা ১২৫৯৩১৪৮৩ গাইবান্ধা শাখা ১২৫৩২০২৫৮ লালমনিরহাট শাখা ১২৫৫২০৪৬৫
রাজশাহী বিভাগ রাজশাহী শাখা ১২৫৪৮০১৯২ নাটোর শাখা ১২৫৪৮০৬৭১ পাবনা শাখা ১২৫২৯০৫২৪ বগুড়া শাখা ১২৫২৯০২৯০
নোয়াখালী জেলা চৌমহনী শাখা ১২৫৩০০১৯২ সোনাইমুড়ি শাখা ১২৫৩০০৬৭৫ মাইজদী শাখা ১২৫৩০০৫৮৩ চাটখিল শাখা ১২৫৭৫০৫৮৫
প্রিয় পাঠক, এছাড়াও আরো প্রয়োজনীয় বিভিন্ন জায়গার নির্দিষ্ট অঞ্চলের যে রাউটিং নাম্বারগুলো রয়েছে সেগুলো নির্দিষ্ট শাখায় গিয়ে অথবা ইসলামী ব্যাংকের নিজস্ব পোর্টালে সার্চ করলেই পেয়ে যাবেন। 

ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং সুইফটকোড

ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং সুইফকোড নিয়ে লিখছি। সুইফটকোড হলো বিদেশ থেকে নিজের দেশের নির্দিষ্ট ব্যাংকে রেমিটেন্স নিয়ে আসার একটি নির্দিষ্ট কোড যেমন ইসলামী ব্যাং এর সুইফটকোড হলো IBBLBDDH110 । এই কোডটি দূরবর্তী জায়গা থেকে নির্দিষ্টি আপনার ব্যাঙ্কের যে শাখায় অ্যাকাউন্ট রয়েছে সেখানে দ্রুত টাক আনতে ব্যবহৃত হয়। যেমন গুগল এডসেন্স এর জন্য এটি লাগে আবার অ্যামাজনে কাজ করতে ব্যাংকের তথ্যে এই Swift code লাগে। 

আরো পড়ুনঃ হার্ডওয়্যার ও সফটওয়্যার কি - hardware and software ki

এখানে,
IBBL হলো ব্যাংকের কোড ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড
BD হলো দেশের কোড বাংলাদেশ
DH হলো অবস্থানের কোড অর্থাৎ এটি ব্যাঙ্কের প্রধান হেড কোয়াটারের কোড।
আর 110 এটি নির্দিষ্ট শাখার কোড।

ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর অসুবিধা

ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর অসুবিধা নিয়ে লিখছি। 
  • সীমিত সেবা যেমন উচ্চ পরিমাণ অর্থ স্থানান্তর।
  • প্রযুক্তি সমস্যা যেমন নেটওয়ার্কের কারণে লেনদেন এর বিঘ্ন ঘ।
  • শিক্ষিত জনবলের অভাব যেমন ট্রেনিং প্রাপ্ত লোকের ঘাটতি থাকতে পারে।
  • নিরাপত্তা ঝুঁকি যেমন অর্থ স্থানান্তরের সময় বিশেষকরে নগদ লেনদেন।
  • সীমিত উপস্থিতি যেমন সব অঞ্চলে এজেন্ট ব্যাংকিং না থাকার জন্য সমস্যা হওয়া।

ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর সুবিধা

ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর সুবিধা নিয়ে এখানে লিখছি।
  1. সহজ লেনদেন যেমন সহজ ও দ্রুততরভাবে ব্যাংকিং সেবা পাওয়া।
  2. স্থানীয় উপস্থিতি যেমন নির্দিষ্ট জায়গায় এজেন্ট ব্যাংকিং এর সুবিধা পাওয়া।
  3. কম খরচ যেমন সাধারণ ব্যাংকের তুলনায় এজেন্ট ব্যাংকিং এর খরচ কম হওয়া।
  4. যেকোনো সময় সেবা যেমন সপ্তাহে সাত দিন বিভিন্ন সময় খোলা থাকা।
  5. ব্যাংকিং সেবার বিস্তার যেমন একেবারে প্রত্যন্ত অঞ্চলে আর্থিক লেনদেন।

ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং কমিশন

ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং কমিশন নিয়ে এখানে লিখছি। ব্যাংকিং সেবার জন্য এজেন্টের প্রদত্ত একটি অর্থনৈতিক সুবিধা দিয়ে থাকে ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং কমিশন। এই কমিশন অর্থনৈতিক লেনদেনের উপর ভিত্তি করে হয়ে থাকে এবং ব্যাংকের নীতির ভিত্তিতে চেঞ্জ হতে পারে।
ইসলামী-ব্যাংক-এজেন্ট-ব্যাংকিং-কমিশন
এজেন্টগণ বিভিন্ন সেবা যেমন নগদ জমা, উত্তোলন এবং টাকা স্থানান্তরের জন্য কমিশন পেয়ে থাকে। কমিশনের মাধ্যমে তারা নিজেদের ব্যাংকিং সেবা কে বৃদ্ধি করতে পারে এবং একটি লাভজনক অবস্থা গড়ে তুলতে পারে। 

শেষ মন্তব্য

ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখা সমূহ নিয়ে এই আর্টিকেল বা ব্লগটি লেখার চেষ্টা করেছি। প্রিয় পাঠক, যদি আমাদের এই আর্টিকেলটি মন দিয়ে পড়ে থাকেন তাহলে আমরা আশাবাদী যে উক্ত আর্টিকেলটি থেকে আপনি ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখা সংক্রান্ত বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পেরেছেন। আরো এরকম নিত্য নতুন ও উপকারী ব্লগ পেতে আমাদের ওয়েবসাইট আব্দুন নূর আইটি এর সাথেই থাকে ইনশাআল্লাহ।

প্রায় জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তরঃ FAQ

ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং কি?

ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং হলো প্রত্যন্ত অঞ্চলে গ্রাহক সেবার উন্নতির জন্য ইসলামী ব্যাংক এজেন্টদের মাধ্যমে সহজে ব্যাংকিং সেবার অগ্রযাত্রাকে অগ্রসরমান করছে। 

Agent Banking কি?

ইসলামী ব্যাংক Agent Banking হলো গ্রামের প্রতিনিধিকে অর্থনৈতিক লেনদেন এর জন্য ব্যাংকিং অ্যাক্সেস প্রদান করা যার আলোকে তারা শহরের বাইরের গ্রাহকদের পরিষেবা দিতে পারে।

কে বাংলাদেশে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন?

মীর কাশেম আলী সহ ১৯ জন ব্যক্তি।

ইসলামী ব্যাংকের মালিকের নাম কি?

মূল মালিক হলো এস আলম গ্রুপ বা সাইফুল ইসলাম সিদ্দীকি।

ইসলামী ব্যাংকের বর্তমান চেয়ারম্যান কে?

উবায়েদ উল্লাহ আল মাসূদ।

ইসলামী ব্যাংকের স্লোগান কি?

"ফিউচার ইজ নাউ বা Future is now" মানে ভবিষ্যত নয় এখনই শুরু কর।

ইসলামী ব্যাংকের নতুন নাম কি?

Islami Bank Bangladesh PLC 

বাংলাদেশে ইসলামী ব্যাংকের শাখা কয়টি?

সর্বমোট শাখা ৩৫৭টি যেখানে ৬০টি এজেন্ট ডিপোজিট শাখা রয়েছে।

ইসলামী ব্যাংকের মালিক কে?

এস আলম গ্রুপ। তিনি এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের ছেলে।

বিশ্বের প্রথম ইসলামী ব্যাংক কোনটি?

দুবাই ইসলামী ব্যাংক যা ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত হয়।

সোস্যাল ইসলামী ব্যাংকের শাখা কয়টি?

একে সংক্ষেপে SIBL বলা হয়। এর মোট শাখা ১৩৫ এক সূত্র অনুসারে আর এক সূত্র অনুসারে ১৭২ টি।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আব্দুন নূর আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url