অনলাইনে রিসেলিং কি হালাল - রিসেলিং ব্যবসা কি হালাল

মাসে ২০ হাজার টাকা আয় করার উপায়রিসেলিং কি হালাল - রিসেলিং ব্যবসা কি হালাল ব্যাপারদ্বয় নিয়ে অনেকেই জানেনা। রিসেলিং ব্যবসা অত্যন্ত জনপ্রিয় উঠেছে আজ গোটা অনলাইন দুনিয়ায়। রিসেলিং ইংরেজি শব্দ যার অর্থ হচ্ছে পূনরায় সেল বা বিক্রয় করা।

অনলাইনে-রিসেলিং-কি-হালাল-রিসেলিং-ব্যবসা-কি-হালাল

প্রিয় পাঠক, আপনি ও যদি রিসেলিং ব্যবসা করে ইনকাম করতে চান তাহলে আপনার মুসলিম হিসেবে  প্রথম প্রায়োরিটি হচ্ছে তা রিসেলিং কি হালাল বা রিসেলিং ব্যবসা কি হালাল তা অবগত হওয়া। তো চলুন দেরি না করে বিষয়টি জানার জন্য সামনে অগ্রসর হই।

পেজ সূচীপত্রঃ রিসেলিং কি হালাল - রিসেলিং ব্যবসা কি হালাল

রিসেলিং কি হালাল - রিসেলিং ব্যবসা কি হালাল

রিসেলিং কি হালাল - রিসেলিং ব্যবসা কি হালাল ব্যাপারটি আলোকপাত করার চেষ্টা করছি। প্রিয় পাঠক, রিসেলিং ব্যবসা হালাল কিনা তা নির্ভর করে ব্যবসার পণ্য ও পদ্ধতিটা ইসলামী নীতি অনুসরণ করে হচ্ছে কিনা তার ওপর। 

আরো পড়ুনঃ অনলাইনে ব্যবসা করে কোটি হওয়ার কিছু কার্যকরী উপায়

এ বিষয়ে গবেষকরা গবেষণা করে দেখেছেন যে যদি ব্যবসায়িক পণ্যগুলোর গুণমান এবং বাজারের মূল্য ঠিক থাকে তবে তা হালাল হতে পারে। 

বাজার বিশ্লেষণ ও কৌশল নির্ধারণ 

রিসেলিং কি হালাল তা অবগত হওয়ার জন্য বিভিন্ন মার্কেট বা বাজারে চাহিদা ও স্টার্টেজি বা কৌশল জানা আবশ্যক। যথাযথ বাজার আপনি বিশ্লেষণ করতে পারলে পণ্য নির্বাচন বা বাছাই করণ এবং বিপণন কৌশল বা মার্কেটিং কৌশল তৈরি সহজ হবে। আর এটি ব্যবসার সফল হওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। 

নির্ভরযোগ্য সরবরাহকারী খুঁজে পাওয়া 

আপনি যদি সঠিক সরবরাহকারী খুঁজে পান তবে এটি আপনার জন্য ভালো হবে। আপনার প্রোডাক্ট বা পণ্যগুলো যেন গুণগত মানের হয়, তা সিওর হওয়ার জন্য নির্ভরযোগ্য সাপ্লায়ার বা সর্বরাকারীর সাথে আপনাকে কাজ করতে হবে। এটি রিসেলিং ব্যবসা কি হালাল তা প্রুফ করতে সাহায্য করবে। 

অর্থনৈতিক  স্বায়ত্তশাসন 

রিসেলিং ব্যবসার মাধ্যমে আপনি অর্থনৈতিক স্বায়ত্তশাসন অর্জন করতে পারবেন। আপনার নিজের ব্যক্তিগত টাইম এবং অর্থ ডিরেকশন এর অথরিটি আপনার বিজনেস বা ব্যবসার সাফল্যের জন্য নিশ্চয়তা প্রদান করবে।

অঅনলাইন প্ল্যাটফর্মের গুরুত্ব 

বর্তমানে অনলাইন প্লাটফর্ম গুলি রিসেলিং ব্যবসার জন্য একটি বিশাল সুযোগ প্রদান করে। এর মাধ্যম গুলোতে অ্যাডভার্টাইজিং বা বিজ্ঞাপন দিয়ে কাস্টমার বা গ্রাহকদের সমীপে খুব সহজেই পৌঁছানো যায়। এক্ষেত্রে এটি আপনাকে দ্রুত সফলতার পথে পাড়ি দিতে ভূমিকা প্রদান করবে।

বিক্রয়কৌশল ও গ্রাহক সম্পর্ক 

রিসিলিং ব্যবসার জন্য গ্রাহকদের সাথে খুব ভালো ও উন্নত মানের সম্পর্ক স্থাপন করা অত্যন্ত জরুরি ও গুরুত্বপূর্ণ। একজন ভালো রিসেলার হিসেবে এস্টাবলিশ হতে আপনাকে কাস্টমার বা গ্রাহকদের সাথে সুসম্পর্ক ও যোগাযোগ রাখতে হবে এবং তাদের এক্সপেরিয়েন্স বা অভিজ্ঞতা এবং মতামত গুলো শুনে সেগুলো প্রাধান্য দিয়ে কাজ করতে হবে। 

গুণগত মান পূর্ণ প্রদান 

যে পণ্যগুলো আপনি বিক্রি করছেন সেগুলোর জন্য গুণ এবং মান সঠিক হয় তা নিশ্চিত করতে হবে। সে পণ্যগুলো যদি যথার্থ ও সুন্দর এবং ভালো না এবং যাদের চাহিদা অনুপাতে না হয় তাহলে গ্রাহকরা তোমরাই আপনার রিসেলিং ব্যবসায়  পা বাড়াবে না।

সামাজিক দায়িত্ব

রিসেলারদের সোশ্যাল বা সামাজিক কিছু দায়িত্ব ও রয়েছে। লাভের দিকে সব সময় নজর দিলে হয় না, পাশাপাশি আপনাকে গ্রাহকদের সঠিক তথ্য এবং ইনফরমেশন প্রদান করা ও অত্যন্ত জরুরি বিষয়। এ ব্যাপারটি আপনার ব্যবসাকে দীর্ঘমেয়াদি করার জন্য ভূমিকা রাখবে। 

আইনগত দিক

রিসেলিং ব্যবসা কি হালাল এটি জানার জন্য আইনগত দিকগুলো বুঝাও জরুরী। যেমন ইসলাম কি বলে এবং ইসলামের নিয়ম নীতিগুলো ফলো করা, এবং সে অনুপাতে ব্যবসায় ধোঁকা বা চিটিং বা প্রতারণা, মিথ্যার আশ্রয় নেওয়া, এবং অন্যায় উপায়ে বা স্ট্রাটেজি অবলম্বন করে লাভ অর্জন করা ইত্যাদি বিষয়ে আপনাকে সতর্ক অবলম্বন করতে হবে। আর না হলে আপনার ব্যবসা হালাল বা বৈধ হবে না। 

রিসেলিং হালাল কিনা 

এটি নির্ভর করবে আপনার ব্যবসার কার্যক্রমের বিশুদ্ধতা ও নৈতিকতার ওপর। এক্ষেত্রে আপনাকে ইসলামী নীতিমালা অনুসরণ করতে হবে এবং সে অনুপাতে আপনার ব্যবসাটি সঠিকভাবে পরিচালনা করতে হবে এবং ইসলামী যত ধরনের শর্ত রয়েছে সকল শর্ত মেনে রিসেলিং ব্যবসা করে একটি লাভজনক অবস্থা দাঁড় করালে তা হালাল ব্যবসা হিসেবে গণ্য হবে।

রিসেলার কোম্পানি

রিসেলার কোম্পানি হলো এই সংস্থা বা প্রতিষ্ঠান যেটি প্রোডাক্ট বা পণ্য উৎপাদন করে এবং এই পণ্যগুলোকে পুনর বিক্রয়ের জন্য বিভিন রিসেলারদের প্রোভাইড করে। রিসেলাররা উক্ত প্রোডাক্ট বা পণ্যগুলোকে কিছুটা বেশি দামে বিক্রি করে তারা লাভ অর্জন করে। সাধারণত এই কোম্পানিগুলি অনলাইন বা ইন্টারনেট প্ল্যাটফর্মের মাধ্যমে যাদের পণ্যের মার্কেটিং বা প্রমোশন বা প্রচার করে থাকে।

রিসেলার নিয়োগ

রিসেলার নিয়োগ হলো একটা কোম্পানি বা সংস্থা বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিভিন্ন চুক্তির আলোকে বিকৃতাদের নিয়োগ প্রদান করা। রিসেলাররা নির্দিষ্ট কোম্পানির পণ্য বিপণন ও বিক্রি করে মুনাফা বা লাভ অর্জন। নিয়োগপ্রাপ্ত রিসেলারদের তাদের রিসেলিং বা পুনরায় বিক্রি করার জন্য।

রিসেলার মানে কি

রিসেলার মানে কি এ প্রশ্নের আলোকে উত্তর হল যে রিসিলার হলো সেই ব্যক্তি বা সংস্থা বা প্রতিষ্ঠান যে বা যারা অন্যদেরকে তাদের উৎপাদিত পণ্য দেয় এবং যাদেরকে দেওয়া হয় তারা কিছুটা হলেও চওড়া দামে বিক্রি করে দেয়। এক্ষেত্রে রিসেলারের মাধ্যমে নির্দিষ্ট কোম্পানি বা প্রতিষ্ঠানের পূর্ণ বিপণনের জন্য কাজ করে। 
রিসেলার-মানে-কি
বিপণন মানে নির্দিষ্ট পণ্য মার্কেটিং করা, প্রমোশন বা প্রমোট করা এবং বিভিন্ন প্লাটফর্মে প্রচার করে বিক্রি সাধন করা। রিসেলারদের মূল উদ্দেশ্য হল কিছুটা হলেও মুনাফা বা লাভ করা ‌

অনলাইন ইনকাম করা কি জায়েয

অনলাইন ইনকাম করা কি জায়েজ এ প্রশ্নের আলোকে জবাব হলো অনলাইন বা ইন্টারনেটে ইনকাম বা আর্নিং এর বিষয়টি আপনার ব্যক্তিগত উপার্জন পদ্ধতি এবং সোর্স বা উৎসের উপরে ডিপেন্ড বা নির্ভর করবে। যদি উপার্জনের পদ্ধতি বা স্ট্রাটেজি ইসলামিক নিয়ম ও বিধানের সঙ্গে সংগতিপূর্ণ বা মিলে তবে তা হালাল। 

আর যদি না মিলে তাহলে সেটি হারাম হবে। অনলাইন ব্যবসা- বাণিজ্য এবং কাজের ক্ষেত্রে সততা ও ইনসাফ বা ন্যায়বিচার গুরুত্বপূর্ণ। তবে যদি ব্যবসায় সেটা অনলাইনে বা অফলাইনে যেখানেই হোক না কেন ধোকা বা ঠকানোর সম্ভাবনা থাকে তাহলে সেটি নাজায়েজ বা হারাম হবে।

সেলফ বিজনেস কি হালাল

সেলফ বিজনেস কি হালাল এ কথাটির উত্তর হল সেলফ বিজনেস মানে নিজের উদ্যোগে ব্যবসা পরিচালনা করা এটি হালাল হতে পারে যদি আপনার ব্যবসাটি ইসলামিক নিয়ম-নীতি অনুসরণ করে হয়ে থাকে। তবে ব্যবসার প্রোডাক্ট বা পণ্যের গুণ, বিক্রয় পদ্ধতি এবং কাস্টমারদের সঙ্গে সম্পর্ক ও ব্যবহারবিধি এবং আচরণ সবকিছুই যেন ইসলামী নির্দেশমালা ফলো করে হয়ে থাকে। ইসলামিক দৃষ্টিকোণ থেকে ইসলামী সমর্থিত ব্যবসার বৈশিষ্ট্য হলো, 
  • সৎ বাণিজ্য 
  • পণ্যের গুণগত মান সঠিক হওয়া 
  • এবং মূল্য স্থির করুন যথার্থ হওয়া 

রিসেলিং সাইট

রিসিলিং সাইড হলো এমন অনলাইন প্লাটফর্মস যেগুলোতে রিসেলার রা নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের পণ্য বিক্রি ও ক্রয়ের সুযোগ পায়। এই সাইটগুলোতে সাধারণত বিভিন্ন প্রোডাক্টের লিস্টিং করা থাকে এবং কাস্টমার বা গ্রাহকগণ সেগুলো সহজেই পারচেজ বা ক্রয় করে থাকে। জনপ্রিয় কিছু সাইট হচ্ছে যথাক্রমে, 
  • মিশো
  • গ্লো রোড 
  • ইবে
  • আমাজন
  • ক্রেগলিষ্ট 
  • ডিপোপ ইত্যাদি 

ইন্টারনেট ব্যবসা কি হালাল

ইন্টারনেট ব্যবসা কি হালাল এ প্রশ্নের উত্তর হল যে এটি হালাল বা জায়েজ হতে পারে কতিপয় শর্তসাপেক্ষে। যদি আপনার ইন্টারনেট বা অনলাইনে ব্যবসার ত্বরীকা বা স্টার্টেজি বিভিন্ন ইসলামী নীতি সমর্থিত হয় তাহলে। আপনি এক্ষেত্রে নিম্নের নিয়ম গুলো অনুসরণ করতে পারেন। 

আরো পড়ুনঃ ঘরে বসে আয় করার ১০টি নিশ্চিত ও বিশ্বস্ত উপায় জেনে নিন

  1. ব্যবসার পণ্য 
  2. বিক্রয় পদ্ধতি 
  3. গ্রাহকদের সঙ্গে সম্পর্ক 
এগুলো যেন ইসলামিক নিয়ম-নীতি সঙ্গতিপূর্ণ হওয়া জরুরী। যদি আপনার ব্যবসায়ী ইনসাফ ও সততার সমন্বয় থাকে এবং ধোকা ও ক্ষতির সম্ভাবনা মুক্ত থেকে আপনার ব্যবসাটি পরিচালিত হয় তাহলে তা হালাল বা জায়েজ হবে।

অনলাইনে ক্রয় বিক্রয়ের শরয়ী বিধান

অনলাইনে ক্রয়-বিক্রয় শরয়ী বিধান হল আপনাকে ক্রয়-বিক্রয়ের যে সমস্ত নিয়ম-নীতি আল্লাহ ও আল্লাহর রাসূল বেঁধে দিয়েছেন সেগুলায় হচ্ছে বল অনলাইনে ক্রয় বিক্রয়ের শরীয়তের বিধান হিসেবে গণ্য। এ বিধানগুলো সাধারণত ক্রেতা, বিক্রেতা এবং পণ্য ও পণ্যের দাম এর সাথে সংশ্লিষ্ট। 
অনলাইনে-ক্রয়-বিক্রয়ের-শরয়ী-বিধান
অবশ্যই আপনার পণ্যের মাধ্যমে যেন ক্রেতা ক্ষতিগ্রস্ত না হয় এবং এখানে যেন কোন ধোঁকা না দিয়ে থাকেন তাহলে আপনার অনলাইনে এই ক্রয় বিক্রয় বিধান অনুযায়ী সঠিক হিসেবে বিবেচিত হবে। আল্লাহর রাসূল বলছেন যে যে ব্যক্তি ক্রয়-বিক্রয়ে ধোকার আশ্রয় নিল সে আমার দলভুক্ত বা উম্মত এর অনুসারী নয়।

লেখকের শেষ মন্তব্য

রিসেলিং কি হালাল - রিসেলিং ব্যবসা কি হালাল সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আমরা এই ব্লগে আলোচনা করার চেষ্টা করেছি। প্রিয় পাঠক, আপনি যদি উক্ত ব্লগটি মনোযোগ সহকারে পড়ে থাকেন তাহলে রিসেলার এবং রিসেলিং সংক্রান্ত বিষয়গুলো আপনার কাছে স্পষ্ট হয়েছে বলে আশা করছি। আরও এরকম নিত্যনতুন আর্টিকেল বা ব্লগ পেতে আমাদের ওয়েবসাইটটির সাথেই থাকুন ইনশাআল্লাহ।

অধিক জিজ্ঞাসিত প্রশ্নোত্তরঃ FAQ

অনলাইন ব্যবসা কি হালাল?

অনলাইনে ব্যবসা হালাল হতে পারে যদি ব্যবসাতে সততা থাকে এবং ধোঁকাবাজি না থাকে।

রিসেলিং ব্যবসা কি?

রিসেলিং ব্যবসা বলতে কোন কোম্পানি বা সংস্থা বা ব্যক্তি থেকে কম দামে পণ্য নিয়ে উচ্চ দামের পূণরায় বিক্রি করে মুনাফা বা লাভ অর্জন করা। 

Reseller এর কাজ কি?

রিসেলার এর কাজ হল কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান নিজেরা পণ্য উৎপাদন করে এবং তা তাদের থেকে অন্য ব্যক্তি কম দামে নিয়ে বিক্রি নিজের নামে করে বিক্রি করে দেয়। মানে সে হলো একজন মধ্যস্থ ব্যাক্তি। তার মূল কাজ হল বিভিন্ন উৎস থেকে পণ্য সংগ্রহ করা বা ক্রয় করা, পণ্য সঞ্চয় করা, পণ্য বিক্রি করা, গ্রাহক সেবা, মার্কেটিং করা, এবার স্টক ম্যানেজমেন্ট করা।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আব্দুন নূর আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url