১৩০০০ টাকার মধ্যে ভালো মোবাইল ২০২৪ - best mobile phone 2024 under 13000 tk in bangladesh
বাংলাদেশের সবচেয়ে ভালো ১০টি মোবাইল১৩০০০ টাকার মধ্যে ভালো মোবাইল ২০২৪ সম্পর্কে জানতে এই পোস্টে ক্লিক করেছেন তাই না? ২০২৪ সাল মানে প্রযুক্তির সবচেয়ে যুগান্তকারী ভালো টেক টপিক হচ্ছে মোবাইল ফোন। বর্তমান বাজারে ১৩০০০ টাকার মধ্যে অনেক আকর্ষণীয় ও ফিচার বেইস ফোন এসেছে।
গুগলে সার্চ করলেই আপনার সামনে 2024 সালের একাধিক মোবাইল ফোনের অ্যাডস এবং ব্লগ আর্টিকেল পেয়ে যাবেন। তো চলুন আমরা আমাদের এই ব্লগে দেরি না করে best phone 2024 under 13000 সহ আরো বিভিন্ন সমার্টিফোন নিয়ে জানার চেষ্টা করি।
পোস্ট সূচীপত্রঃ১৩০০০ টাকার মধ্যে ভালো মোবাইল ২০২৪
১৩০০০ টাকার মধ্যে ভালো মোবাইল ২০২৪ সম্পর্কে এখানে লিখছি। ২০২৪ সালের স্মার্টফোনের মার্কেট বা বাজারে ১৩ হাজার টাকা দামের মধ্যে দাম-দর, ফোনের ফিচার বা বৈশিষ্ট্য এবং ফোনের স্পেসিফিকেশন বা বিশেষত্বের দিক থেকে বিভিন্ন ধরনের চমৎকার এবং ভালো মোবাইল রয়েছে। উল্লেখিত তের হাজার টাকার বাজেটের মধ্যে ভালো মানের ক্যামেরা, ব্যাটারি, প্রসেসর এবং ডিজাইনের বেশ ভালো মোবাইল রয়েছে। নিম্নে ২০২৪ সালের ১৩০০০ টাকার মধ্যে ভালো ও সেরা মোবাইলগুলো নিয়ে বিবরণ দেওয়া চেষ্টা করছি।
১. Realme C33 2024 ভার্সন
মূল্যঃ প্রায় ১২,৫০০ টাকা
ফিচার সমূহঃ Realme C33 ১টি স্টাইলিশ ও আকর্ষণীয় ডিজাইনের ফোন যেটা ইয়াং জেনারেশন বা জেনজিদের অভিভূত করবে। মোবাইলটিতে রয়েছে ভালোভাবে ভিডিও দেখার অভিজ্ঞতাকে শাণিত করতে ৬.৫ ইঞ্চির HD+ ডিসপ্লে।
স্পেসিফিকেশন বা বিশেষত্বঃ
প্রসেসরঃ Unisoc T612 বা ইউনিসোক টি৬১২
র্যামঃ 3 GB বা ৩ গিগাবাইট
স্টোরেজঃ 32 GB বা ৩২ গিগাবাইট এবং এটিকে মাইক্রোএসডি কার্ড দ্বারা 512 GB বা ৫১২ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে।
ক্যামেরাঃ 50 MP বা ৫০ মেগাপিক্সেল প্রধান ক্যামেরা এবং 5 MP বা ৫ মেগাপিক্সেল ফ্রন্ট বা সামনের ক্যামেরা।
ব্যাটারীঃ 5000 mAh ( ৫ হাজার অ্যাম্পিয়ার বা চার্জ ধারণ ক্ষমতা সম্পন্ন) এবং লং লাস্টিং ব্যাটারী লাইফ বা দীর্ঘমেয়াদী চার্জ যাবে।
২. Redmi 10A
মূল্যঃ প্রায় ১১,৫০০ টাকা
ফিচার সমূহঃ Redmi 10A ১টি সাশ্রয়ী দামের ও আকর্ষণীয় ডিজাইনের ফোন যেটা পারফর্ম করে বেশ ভালো। মোবাইলটিতে রয়েছে ক্ষমতা সম্পন্ন ব্যাটারী এবং ইউজার এক্সপেরিয়েন্স বা ব্যবহারকারীরা নিয়মিত ব্যবহারে সুন্দর অভিজ্ঞতার স্বাক্ষর রাখবে।
স্পেসিফিকেশন বা বিশেষত্বঃ
প্রসেসরঃ MediaTek Helio G25 বা মেডিয়াটেক হেলিও জি২৫
র্যামঃ 3 GB বা ৩ গিগাবাইট
স্টোরেজঃ 32 GB বা ৩২ গিগাবাইট এবং এটিকে মাইক্রোএসডি কার্ড দ্বারা 512 GB বা ৫১২ গিগাবাইট পর্যন্ত বর্ধনযোগ্য।
ক্যামেরাঃ 13 MP বা ১৩ মেগাপিক্সেল প্রধান ক্যামেরা এবং 5 MP বা ৫ মেগাপিক্সেল ফ্রন্ট বা সেলফি ক্যামেরা।
ব্যাটারীঃ 5000 mAh ( ৫ হাজার অ্যাম্পিয়ার ) এবং দীর্ঘ সময় ধরে চার্জ থাকবে।
৩. Samsung Galaxy M04 বা স্যামসাং গ্যালাক্সি এম০৪
মূল্যঃ প্রায় ১৩,০০০ টাকা
ফিচার সমূহঃ Samsung Galaxy M04 ১টি স্যামসাং ব্র্যান্ডের নির্ভরযোগ্য মোবাইল ফোন। মোবাইলটিতে রয়েছে ভালো ডিজাইনের কুল ফিচার এবং এর রয়েছে জনপ্রিয় ব্যাটারী চার্জার যা এর গ্রাহকদের কাছে মূল্যায়ন পেয়েছে।
স্পেসিফিকেশন বা বিশেষত্বঃ
প্রসেসরঃ MediaTek Helio P35 বা মেডিয়াটেক হেলিও পি৩৫
র্যামঃ 4 GB বা ৪ গিগাবাইট
স্টোরেজঃ 64 GB বা ৬৪ গিগাবাইট এবং এটিকে মাইক্রোএসডি কার্ড দ্বারা গিগাবাইট বাড়ানো যাবে।
ক্যামেরাঃ 13 MP বা ১৩ মেগাপিক্সেল প্রধান ক্যামেরা বা ব্যাক ক্যামেরা এবং 2 MP বা ২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা বা ব্যাকআপ ক্যামেরা এবং 5 MP বা ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
ব্যাটারীঃ 5000 mAh ( ৫ হাজার অ্যাম্পিয়ার বা চার্জ ধারণ ক্ষমতা সম্পন্ন) এবং দীর্ঘক্ষণ চার্জ যাবে।
৪. Infinix Hot 12 বা ইফিনিক্স হট ১২
মূল্যঃ প্রায় ১২,০০০ টাকা
ফিচার সমূহঃ Infinix Hot 12 ১টি ইনফিনিক্স কোম্পানির খুবই পপুলার ও উপযোগি গেমিং মোবাইল ফোন। মোবাইলটিতে রয়েছে ভালো ও উন্নত মানের প্রসেসর ও কুল ফিচারস্টিক্স এবং আরো রয়েছে এর গেমিং লাভারদের চয়েসফুল ডিসপ্লে।
স্পেসিফিকেশন বা বিশেষত্বঃ
প্রসেসরঃ MediaTek Helio G85 বা মেডিয়াটেক হেলিও জি ৮৫
র্যামঃ 4 GB বা ৪ গিগাবাইট
স্টোরেজঃ 64 GB বা ৬৪ গিগাবাইট এবং এটিকে মাইক্রোএসডি কার্ড দ্বারা গিগাবাইট বর্ধনযোগ্য।
ক্যামেরাঃ 13 MP বা ১৩ মেগাপিক্সেল প্রধান ক্যামেরা বা পিছন ক্যামেরা এবং 2 MP + QVGA বা ২ মেগাপিক্সেল প্লাস কিউ ভি জি এ ট্রিপল রিয়ার ক্যামেরা বা ব্যাকআপ ক্যামেরা এবং 5 MP বা ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
ব্যাটারীঃ 5000 mAh ( ৫ হাজার অ্যাম্পিয়ার ) এবং দীর্ঘক্ষণ চার্জ যাবে।
৫. Tecno Spark 8 Pro বা টেকনো স্পার্ক ৮ প্রো
মূল্যঃ প্রায় ১২,৫০০ টাকা
ফিচার সমূহঃ Tecno Spark 8 Pro ১টি টেকনো ব্র্যান্ডের নির্ভরযোগ্য ফাস্ট চার্জিং ফোন। মোবাইলটিতে রয়েছে চমৎকার মিড রেঞ্জের কুল ফিচার এবং এতে রয়েছে বিগ ডিসপ্লে ।
স্পেসিফিকেশন বা বিশেষত্বঃ
প্রসেসরঃ MediaTek Helio G85 বা মেডিয়াটেক হেলিও জি ৮৫
র্যামঃ 4 GB বা ৪ গিগাবাইট
স্টোরেজঃ 64 GB বা ৬৪ গিগাবাইট এবং এটিকে মাইক্রোএসডি কার্ড দ্বারা গিগাবাইট বাড়ানো যাবে।
ক্যামেরাঃ 48 MP বা ৪৮ মেগাপিক্সেল প্রধান ক্যামেরা বা ব্যাক ক্যামেরা এবং 8 MP বা ৮ মেগাপিক্সেল সেলফি বা সামনের ক্যামেরা।
ব্যাটারীঃ 5000 mAh ( ৫ হাজার অ্যাম্পিয়ার বা চার্জ ধারণ ক্ষমতা সম্পন্ন) এবং ১৮ওয়াট ফাস্ট চার্জ হয় এতে।
আরো পড়ুনঃ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি - আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর ব্যবহার
৬. Nokia G11 Plus বা নোকিয়া জি ১১ প্লাস
মূল্যঃ প্রায় ১৩,০০০ টাকা
ফিচার সমূহঃ Nokia G11 Plus ১টি নোকিয়া ব্র্যান্ডের স্বচ্ছ ও পরিষ্কার ইউজার ইন্টারফেস বেইস ফোন। এটির মূল আকর্ষণ হলো দুর্দান্ত ব্যাটারী জীবন গিফট করে তার ব্যবহারকারীদের।
স্পেসিফিকেশন বা বিশেষত্বঃ
প্রসেসরঃ Unisoc T606 বা ইউনিসোক টি ৬০৬
র্যামঃ 4 GB বা ৪ গিগাবাইট
স্টোরেজঃ 64 GB বা ৬৪ গিগাবাইট
ক্যামেরাঃ 50 MP বা ৫০ মেগাপিক্সেল প্রধান ক্যামেরা বা ব্যাক ক্যামেরা এবং 2MP বা ২ এমপি রিয়ার ক্যামেরা।
ব্যাটারীঃ 5000 mAh ( ৫হাজার অ্যাম্পিয়ার বা চার্জ ধারণ ক্ষমতা সম্পন্ন) এবং লংটাইম লাস্টিং করে এর চার্জ।
৭. Poco C55 বা পোকো সি ৫৫
মূল্যঃ প্রায় ১১, ৯৯৯ টাকা
ফিচার সমূহঃ Poco C55 একটি পোকো ব্র্যান্ডের রিজোনেবল প্রাইজের ভালো কার্যক্ষমতা সমপন্ন ফোন। এটির দুর্দান্ত ও প্রধান আকর্ষণ হলো পাওয়ারফুল ব্যাটারী ও জনপ্রিয় ডুয়াল ক্যামেরা
স্পেসিফিকেশন বা বিশেষত্বঃ
প্রসেসরঃ MediaTek Helio G35 বা মেডিয়াটেক জি ৩৫
র্যামঃ 4 GB বা ৪ গিগাবাইট
স্টোরেজঃ 64 GB বা ৬৪ গিগাবাইট
ক্যামেরাঃ 50 MP বা ৫০ মেগাপিক্সেল প্রধান ক্যামেরা বা ব্যাক ক্যামেরা এবং 5MP বা ৫ মেগাপিক্সেল সামনের ক্যামেরা।
ব্যাটারীঃ 5000 mAh ( ৫হাজার অ্যাম্পিয়ার বা চার্জ ধারণ ক্ষমতা সম্পন্ন ) ব্যাটারী।
৮. Lava Blaze 5G বা লাভা ব্লেজ ৫জি
মূল্যঃ প্রায় ১৩, ০০০ টাকা মাত্র
ফিচার সমূহঃ Lava Blaze 5G এটি একটি লাভা ব্র্যান্ডের বাজারের অন্যতম কম দামের ৫ জেনারেশন কার্যক্ষমতা সমপন্ন ফোন। এটির ৫জি ব্যাটারটি বর্তমান জেনজি আই মিন জেনারেশ জুমার তরুনদের পছন্দের তালিকার রাখতে আকৃষ্ট করবে।
স্পেসিফিকেশন বা বিশেষত্বঃ
প্রসেসরঃ MediaTek Dimensity 700 বা মেডিয়াটেক ডাইমেনসিটি ৭০০
র্যামঃ 4 GB বা ৪ গিগাবাইট
স্টোরেজঃ 64 GB বা ৬৪ গিগাবাইট
ক্যামেরাঃ 50 MP বা ৫০ মেগাপিক্সেল প্রধান ক্যামেরা বা ব্যাক ক্যামেরা এবং 2MP বা ২ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা।
ব্যাটারীঃ 5000 mAh বা ৫হাজার অ্যাম্পিয়ার বা চার্জ ধারণ ক্ষমতা সম্পন্ন ব্যাটারী।
৯. Micromax In 2B বা মাইক্রোম্যাক্স ইন ২ বি
মূল্যঃ প্রায় ১০, ৯৯৯ টাকা
ফিচার সমূহঃ Micromax In 2B একটি লো ও সস্তা বাজেটের ভালো পারফর্ম সমপন্ন ফোন। এটির দুর্দান্ত ও প্রধান আকর্ষণ হলো পাওয়ারফুল ব্যাকআপ ব্যাটারী ও মনোমুগ্ধকর ডিসপ্লে।
স্পেসিফিকেশন বা বিশেষত্বঃ
প্রসেসরঃ Unisoc T10 বা ইউনিসোক টি ১০
র্যামঃ 4 GB বা ৪ গিগাবাইট
স্টোরেজঃ 64 GB বা ৬৪ গিগাবাইট
ক্যামেরাঃ 13 MP বা ১৩ মেগাপিক্সেল প্রধান ক্যামেরা বা ব্যাক ক্যামেরা + 2MP বা ২ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা।
ব্যাটারীঃ 5000 mAh ( ৫হাজার অ্যাম্পিয়ার বা চার্জ ধারণ ক্ষমতা সম্পন্ন ) ব্যাটারী।
১০. Moto E32 বা মোটো ই ৩২
মূল্যঃ প্রায় ১২, ৫০০ টাকা ওনলি
ফিচার সমূহঃ Moto E32 একটি উন্নত ব্যবহারকারীর ভালো অভিজ্ঞতা সম্পন্ন ফোন। এটিতে ভালো ব্যাটারী ব্যাকআপ দেয়। এটির ডিজাইনের দিক থেকে টেকসই এবং ইউজ করতে সহজ।
স্পেসিফিকেশন বা বিশেষত্বঃ
প্রসেসরঃ Unisoc T606 বা ইউনিসোক টি 606
র্যামঃ 4 GB বা ৪ গিগাবাইট
স্টোরেজঃ 64 GB বা ৬৪ গিগাবাইট
ক্যামেরাঃ 16 MP বা ১৬ মেগাপিক্সেল প্রধান ক্যামেরা বা ব্যাক ক্যামেরা ও 8 MP বা ৮ মেগাপিক্সেল সামনের ক্যামেরা।
ব্যাটারীঃ 5000 mAh ৫হাজার অ্যাম্পিয়ার বা চার্জ ধারণের গ্যারান্টির নিশ্চয়তা প্রদান করে।
প্রিয় পাঠক, উল্লেখিত ১৩০০০ টাকার মধ্যে ভালো মোবাইল ২০২৪ এই শিরোনামের মোবাইলগুলো বিভিন্ন সোর্স থেকে রিসার্চ করে লিখার চেষ্টা করেছি। এক্ষেত্রে, মোবাইল ব্র্যান্ডগুলোর নিজস্ব ওয়েবসাইটের ফিচার, স্পেসিফিকেশ এবং দামগগুলো একটু হেরফের হতে পারে যেগুলো একটু অনালাইন রিসার্চ করলেই বুঝতে পারবেন। তবে আইডিয়া পেয়েছেন এটা সুনিশ্চিত!
15000 টাকার মধ্যে ভালো মোবাইল বাংলাদেশ 2024
২০০০০ টাকার মধ্যে ভালো ক্যামেরা ফোন ২০২৪
৮ হাজার টাকার মধ্যে ভালো ফোন বাংলাদেশ
২ হাজার টাকার মধ্যে মোবাইল বাংলাদেশ
- Walton Olvio L25 এর মূল্য মাত্র ১,৬৫০ টাকা
- Symphony B67 এর মূল্য মাত্র ১৮,০০ টাকা
- Itel Magic 2 এর মূল্য মাত্র ১৯,৫০ টাকা
- Nokia 105 এর মূল্য মাত্র 19,50 টাকা
- Maximus M10 এর মূল্য মাত্র ১৫,৫০ টাকা
- Micromax X512 এর মূল্য মাত্র ১৯,০০ টাকা
- Vision T20 এর মূল্য মাত্র 18,00 টাকা
- Walton Olvio L13 এর মূল্য মাত্র ১৬,০০ টাকা
- Lava Captain N1 এর মূল্য মাত্র 17,00 টাকা
- Symphony B50 এর মূল্য মাত্র ১৯,০০ টাকা
কম দামে ভালো ক্যামেরা ফোন বাংলাদেশ ২০২৪
আরো পড়ুনঃ ৫টি শিক্ষা প্রযুক্তির নাম ও ব্যবহার পূর্ণাঙ্গরুপে জেনে নিন
নেটের জন্য কোন মোবাইল ভালো
কম দামে ভালো ফিচার ফোন
- Symphony B29
- Walton Olvio MM17
- Maximus D7
- Itel Power 400
- Nokia 110
- Symphony B60
- Micromax X412
- Vision T10
- Lava KKT 40 Power
- Walton Olvio P13
- Itel It5605
- Nokia 150
- Symphony B45
- Maximus M22
- Lava A1
- Itel It5026
- Walton Olvio L19
- Micromax X707
- Nokia 215
- Symphony B26
কম দামে ভালো ফোন 2024 বাংলাদেশ
- রিয়ালমি সি৩০
- শাওমি রেডমি ১০ সি
- ইনফিনিক্স হট ১২ প্লে
- টেকনো ইস্পার্ক ৮ সি
- স্যামসাং গ্যালাক্সি এ ০৩ কোর
- অলটন প্রিমো জি এইচ ১০
- সিম্ফনি জেড ৩৩
- আইটেল ভিসন ৩
- টেকনো স্পার্ক গো ২০২৩
- রিয়েলমি সি১১
- ইনফিনিক্স স্মার্ট ৬
- টেকনো পিওপি ৬ গো
- লাভা বেনসো ভি৮০
- Symphony Z42
- Itel A49
- Walton Primo R10
- Realme C20A
- Xiaomi Redmi a1
- Samsung Galaxy A04s
- নোকিয়া C20
- Walton Primo S8 Mini
- Infinix Hot 11 play
- Tecno Pova Neo
- Itel S17
- Realme Narzo 50i
- Nokia C30
- Symphony Z22
- Walton primo s10
- Micromax IN 2B
- Tecno Spark 7
আমার শেষ কথা
১৩০০০ টাকার মধ্যে ভালো মোবাইল ২০২৪ নিয়ে এই আর্টিকেলে বিস্তারিত লেখার চেষ্টা করেছি। প্রিয় পাঠক, আপনি যদি একটি স্মার্টফোন ক্রয় করতে চান তাহলে সর্বপ্রথমে আপনার বাজেট কত এবং আপনি সেই স্মার্টফোনটি দ্বারা কি করতে চান, গেমিং করতে চান নাকি অন্য কিছু সেই অনুপাতে মোবাইল ফোনের ফিচার ও বিশেষত্বগুলোর দিকে দেখতে হবে।
তো আমি আশা করছি এই আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়লে আপনি ২০২৪ সাল
এর বাজার অনুসারে আপনার পছন্দের ফোনটি সম্পর্কে আপনি জানতে
পারবেন। আরও এরকম নিত্য নতুন ও উপকারী আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইট
আব্দুন নূর আইটি বা Abdunnur IT এর
সাথেই থাকুন ইনশাআল্লাহ।
প্রায় জিজ্ঞাসিত কিছু প্রশ্ন ও উত্তরঃ FAQ
২০২৪ সালের সেরা ফোন কোনটি?
২০২৪ সালের সেরা ফোন আপনার জন্য হতে পারে Samsung Galaxy S24 Ultra যার ক্যামেরা অত্যাধুনি, প্রসেসর অত্যন্ত শক্তিশালী এবং 5G গতি সম্পন্ন নেটওয়ার্কের এবং যেটি ব্যবহার করেও শান্তি পাবেন। কারণ এতে চার্জ বেশি সময় ধরে থাকার সাথে ইউজার ইন্টারফেস হিসাবেও খুবই আদর্শ ও সমার্ট।
বিশ্বের এক নম্বর মোবাইল ব্র্যান্ড কোনটি?
বিশ্বের এক নম্বর মোবাইল ব্র্যান্ড কোনটি এ প্রশ্নের আলোকে যেটি আপনাকে বলব তা হলো Samsung। কারণ, এই স্যামসাং এর ভিতরে ইন্টেগরেটেড বা লাগানো প্রযুক্তিগুলো খুবই উচ্চ মানের, বৈচিত্রময় ক্যামেরা এবং গুন ও মানগত দিক দিকে অনেক বেশি এগিয়ে।
অপু মোবাইলের দাম কত ২০২৪?
অপু মোবাইলের দাম কত ২০২৪ এটি এখানে বলছি। এটি নির্ভর করছে ফিচার ও মডেলের উপর ভিত্তি করে। তবে ২০২৪ সালের মার্কেট অনুযায়ী প্রায় ৬,০০০ থেকে ১২,০০০ টাকা দামের অপু মোবাইলগুলো বেশ ভালোই
মোবাইল ফোনের দাম 2024 বাংলাদেশ
মোবাইল ফোনের দাম 2024 বাংলাদেশ অনুসারে বাজারে ফোনের নতুন নতুন প্রযুক্তি অতিরিক্তভাবে সংযোজন এবং মডেল ও বিভিন্ন ফিচার যোগ হওয়ার কারণে মোবাইল ফোনগুলোর দাম যথাক্রমে ২,০০০ থেকে ৮,০০০ এবং ৮,০০০ থেকে ৫০,০০০ এর মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির মিড ও হাই-রেঞ্জের হয়ে থাকে।
আব্দুন নূর আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url