৩০ টি ডিমান্ডেবল অনলাইন ব্যবসার আইডিয়া
অনলাইনে ব্যবসা করে কোটিপতি হওয়ার উপায়অনলাইন ব্যবসার আইডিয়া পেতে চাচ্ছেন তাহলে এই পোস্টি আপনার জন্য লিখছি। আর্টিকেলটিতে অনলাইন ব্যবসা আয়ের ৩০ টি বিভিন্ন ডিমান্ডেবল বা চাহিদা সম্পন্ন আইডিয়া শেয়ার করব। উক্ত ব্লগটি পড়লে অনলাইনে ব্যবসা করে দ্রুত আয়ের ধারণাগুলো স্পষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ।
বিভিন্ন প্লাটফরম ও সেবা রয়েছে যেগুলোর মাধ্যমে মানুষ ঘরে খুব সহজেই আয় করতে পারছে। নতুন স্কিলস এবং টেকনোলোজি ব্যবহার করে অন্ট্রোপ্রেনার বা উদ্যোক্তাগণ জীবন গড়ার নতুন নতুন সম্ভাবনাময় দ্বার উন্মোচন করছে। অতএব সময়ের সাথে সাথে নিজেকে খাপ খাইয়ে নিয়ে ডিজিটাল আয়ের পথগুলো বেছে নিন।
পোস্ট সূচীপত্রঃ১। ভার্চুয়াল ফিটনেস কোচিং
আপনি অনলাইন ক্লাস বা ভিডিও কনফারেন্সের মাধ্যমে মানুষকে ফিটনেস বিষয়ে পরামর্শ
দিতে পারেন। এতে আপনি বিভিন্ন এক্সারসাইজ, ডায়েট প্লান, এবং
ব্যক্তিগত প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারবেন। বিশেষ করে যারা ব্যস্ততার
কারণে জিমে যেতে পারেন না, তারা ঘরে বসেই আপনার পরিষেবা পেতে
পারবে। এটি তাদের সময় এবং খরচ উভয়েই সাশ্রয় করবে বা বাঁচাবে।
২। অনলাইন ফ্যাশন স্টাইলিং
অনলাইনে ফ্যাশন পরামর্শ দিয়ে আপনি তাদের স্টাইলিং এ সহায়তা করতে
পারেন। নতুন ট্রেন্ড, সাজ-পোশাক এবং ব্যক্তিগত স্টাইল অনুযায়ী সাজেশন
দিলে মানুষ এতে আগ্রহী হবে এবং আপনার সাজেশন গ্রহণ করবে। অনলাইন মিটিং এ
গ্রাহকের স্টাইল বুঝিয়ে দিয়ে আপনি তাদের জন্য পোশাক এবং ফ্যাশন পণ্যের পরামর্শ
দিতে পারেন। এতে আপনার ফ্যাশন দক্ষতার প্রয়োগ হবে এবং মানুষের লাভ হবে।
আরো পড়ুনঃ অনলাইনে ব্যবসা করে কোটি হওয়ার কিছু কার্যকরী উপায়
৩। ডিজিটাল ইভেন্ট হোস্টিং
বিভিন্ন কোম্পানি, সংস্থা, প্রতিষ্ঠান এবং ব্যক্তিরা অনলাইন ইভেন্ট আয়োজন করতে
এখন আগ্রহী। আপনি এ ধরনের ডিজিটাল ইভেন্ট প্ল্যান করে তাদেরকে ভার্চুয়াল ইভেন্ট
হোস্টিং করার মাধ্যমে সাহায্য করতে পারেন। ওয়েবিনার কনফারেন্স এবং ওয়ার্কশপ সহ
বিভিন্ন অনুষ্ঠান সহজেই আয়োজনের মাধ্যমে আপনি পারদর্শী হয়ে উঠবেন। এতে আপনার কম
খরচ হবে এবং দ্রুত ইভেন্ট আয়োজন করা সম্ভব করতে পারবেন।
৪। সাবস্ক্রিপশন বক্স পরিষেবা
একটি নির্দিষ্ট বিষয়বস্তুর উপর ভিত্তি করে সফর করতে পারেন। এতে আপনি মাসিক
সাবস্ক্রিপশন বক্স অফার করতে পারেন এবং খাদ্য ও বিউটি প্রোডাক্টস, বুকস বা বই
ইত্যাদি ভিন্ন ভিন্ন পছন্দের মানুষদের জন্য এটি প্রয়োজন পড়তে পারে। গ্রাহকরা
নির্দিষ্ট ফি দিয়ে পছন্দ মতো প্রোডাক্টস এর বক্স মাসে মাসে পেয়ে যাবে এবং এটির
মাধ্যমে আপনি তাদের মাঝে কৌতুহল এবং আনন্দ নিয়ে আসার কারণ হতে পারেন।
৫। ভার্চুয়াল রিয়েল স্টেট ট্যুর
গ্রাহকরা বাড়ি বা এপার্টমেন্ট কেনার আগে ভার্চুয়ালি সম্পূর্ণ ট্যু্রে নিয়ে
গিয়ে তাদেরকে বিভিন্ন বিষয় দেখাতে পারবেন। আপনি ক্যামেরা ও ভিডিও সফটওয়্যার
ব্যবহার করে বাড়ির প্রতিটি কোণ অনলাইনে প্রদর্শন করতে পারবেন। এটি গ্রাহকের সময়
সাশ্রয় করবে এবং তারা স্বচ্ছ ধারণা পাবে। বাড়ির বিক্রি বা ভাড়ার কাজে এ
পরিষেবাটি বেশ কার্যকর হবে।
৬। গ্রাহক সমর্থন আউটসোর্সিং
কোম্পানিগুলির জন্য অনলাইন কাস্টমার সাপোর্ট সেবা আউটসোর্স করে দিতে পারেন। আপনি
গ্রাহকের প্রশ্ন ও সমস্যার দ্রুত সমাধান দিতে পারবেন। কল, Email বা চ্যাটের
মাধ্যমে কাস্টমার সাপোর্ট দেওয়া আপনার জন্য সম্ভবপর হতে পারে। এটি কোম্পানির
কাস্টমার স্যাটিসফেকশন বাড়াবে এবং ব্যস্ততা ও কমাবে।
৭। অনলাইন থেরাপি বা কাউন্সিলিং
মাসিক স্বাস্থ্য বিষয়ে কাউন্সেলিং সেবা অনলাইনে প্রদান করতে পারেন। এতে মানসিক
চাপ, হতাশা বা ব্যক্তিগত সমস্যা সমাধানে গ্রাহককে সাহায্য করতে পারবেন। এটি
বিশেষকরে যারা সরাসরি কাউন্সিলিনয়ে যেতে পারবেন না তাদের জন্য অত্যন্ত
উপকারী হবে। আর এভাবে গোপনীয়তা রক্ষা করে সহজে থেরাপি নিতে পারবে ভূক্তভোগীরা
এবং আপনার ও ব্যবসার বিষয়টি দাঁড়িয়ে যাবে।
৮। গ্রাফিক ডিজাইন টেমপ্লেট বিক্রি
বিভিন্ন ডিজিটাল টেমপ্লেট তৈরি করে অনলাইনে বিক্রি করতে পারেন। ব্যানার, সোশ্যাল
মিডিয়া পোস্ট ডিজাইন, কার্ড ডিজাইন ইত্যাদি টেমপ্লেট এখন খুবই জনপ্রিয়।
ডিজাইনাগুলোর দ্বারা ছোট ব্যবসায়ীরা এগুলো ব্যবহার করে সহজেই গ্রাফিক্স তৈরি
করতে পারবেন। এটি আপনার ক্রিয়েটিভিটি কে কাজে লাগিয়ে আয় করার কার্যকরী
ব্যবসায়িক উপায়।
৯। ই-বুক প্রকাশনা
নিজে লিখে বা অন্যের লেখা সম্পাদনা করে ই-বুক তৈরি করতে পারেন এবং এটি অনলাইনে
বিক্রি করতে পারেন। ফিকশন, নন-ফ্রিকশন, শিক্ষা বা গাইডলাইন ভিত্তিক বইগুলো বেশ
জনপ্রিয় হয়ে থাকে। গ্রাহকরা আপনার ই-বুক কিনে সহজে পড়তে পারবেন, বিশেষ করে
ই-বুকের কদর বা মহত্ব দিন দিন বর্তমানে অনেক বেড়েই চলেছে। এটি আপনাকে লেখালেখির
মাধ্যমে আয়ের সুযোগ দিয়ে আপনার ব্যবসা এস্টাবলিশ করিয়ে দিবে।
১০। ৩ডি প্রিন্টিং পরিষেবা
অনলাইন ব্যবসার আইডিয়ার এক অন্যতম হলো থ্রিডি প্রিন্টিং। এর মাধ্যমে আপনি বিভিন্ন
মডেল, গিফট আইটেম ও প্রোটোটাইপ তৈরি করে গ্রাহকের কাছে পৌঁছে দিতে পারেন। এটি
বিভিন্ন ইঞ্জিরিয়ারিং ও ডিজাইন কাজে যেমন প্রয়োজনীয় তেমনি শখের জিনিসপত্র ও
তৈরি করতে পারেন। অনলাইন প্লাটফর্মে অ্যাক্সেস নিয়ে আপনার নিজস্ব মেশিনের
প্রিন্ট করতে পারেন। এটি নতুন সৃজনশীল ব্যবসার জন্য একটি সম্ভাবনাময় ও বেশ
আকর্ষণীয়।
১১। সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট ম্যানেজমেন্ট
সোশ্যাল মিডিয়ায় কনটেস্ট আয়োজন পরিচালনা করতে পারেন, যা আপনার ব্র্যান্ডের প্রচারণায় সহায়ক হবে। কনটেস্ট এর নিয়মাবলী, অংশগ্রহণ পদ্ধতি, পুরস্কার ইত্যাদি আপনি পরিকল্পনা করে দিতে পারেন।
এটি ফলোয়ারদের আকর্ষণ করতে এবং ব্যবসার প্রতি তাদের আগ্রহ বাড়াতে সহায়তা করবে এবং এতে ব্র্যান্ড অর্গানিকভাবে আরো গ্রাহক পেতে পারবে।১২। ভ্লগিং বা লাইভ স্ট্রিমিং
আপনার দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ বা নতুন নতুন বিষয় নিয়ে ভিডিও তৈরি করে
অনলাইনে শেয়ার করতে পারেন। দর্শকরা এই ভিডিওগুলোর মাধ্যমে বিনোদন বা তথ্য পেয়ে
থাকবে। লাইভ স্ট্রিমিংয়ে সরাসরি দর্শকদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এটি আপনার
মনোযোগ যেমন বাড়াবে, অনুরুপ আয় ও বাড়ানোর সুযোগ পাবেন।
১৩। অনলাইন স্কিন কেয়ার বা বিউটি কনসাল্টিং
ত্বক ও সৌন্দর্য নিয়ে ব্যক্তিগত পরামর্শ প্রদান করে মানুষকে সচেতন করতে পারেন।
এতে ত্বকের ধরন অনুযায়ী কিভাবে যত্ন নিবেন বা কোন কোন পণ্য ব্যবহার করবেন তার
পরামর্শ অবশ্যই দিতে পারবেন। এ ধরনের পরিষেবা অনলাইনে অনেকেই নিতে আগ্রহী থাকে,
এতে ক্লায়েন্টদের ত্বকের যত্ন সম্পর্কে প্রয়োজনীয় তথ্য দেওয়া সহ ত্বক
সংক্রান্ত নানা তথ্য প্রদান করে সহায়তা প্রদান করতে পারবেন এবং আপনি
এর ফাঁকে একটি ব্যবসা দাঁড় করিয়ে ফেলতে পারবেন।
১৪। ফটোগ্রাফি কোচিং
যারা ফটোগ্রাফি শিখতে চান তাদের জন্য অনলাইন কোর্স বা ওয়ার্কশপ আয়োজন করতে
পারেন। ছবি তোলা, এডিটিং বা সম্পাদনা এবং বিভিন্ন ফটোগ্রাফির বিভিন্ন টেকনিক
শেখানো সম্ভব হবে আপনার এই ফটোগ্রাফির দ্বারা। এতে আপনার ফটোগ্রাফির দক্ষতা
শেয়ার করে আয়ের সুযোগ পাবেন এবং এটি নতুন ফটোগ্রাফারদের জন্য একটি কার্যকরী
প্রশিক্ষণ হিসাবে কাজ করবে।
১৫। ভার্চুয়াল পোষা প্রাণীর যত্ন কনসাল্টিং
পোষা প্রাণীর সঠিক যত্ন নিয়ে বিভিন্ন পরামর্শ অনলাইনে প্রদান করতে
পারেন। খাওয়ানো, সঠিক স্বাস্থ্য পরীক্ষা এবং প্রয়োজনীয় যত্ন সম্পর্কিত
পরামর্শ গ্রাহকদের কাজে আসবে। এতে তাদের পোষা প্রাণীদের সুস্থ রাখার জন্য সহায়তা
করবে এবং এটি পোষা প্রাণীদের প্রতি মানুষের আগ্রহ আরো বাড়িয়ে তুলবে এবং আপনি
এটির মাধ্যমে একজন বিজিনেস ম্যান হয়ে উঠবেন।
অনলাইন ল্যাংগুয়েজ কোর্স
১৬। বিদেশী ভাষা শিখার অনলাইন কোর্স চালু করতে পারেন। এতে ভাষার ব্যাকরণ,
শব্দভাণ্ডার এবং কথোপকথনের কৌশল শেখাতে হবে আপনাকে। শিক্ষার্থীরা তাদের ভাষাগত
দক্ষতা বাড়াতে আগ্রহী থাকবে এই কোর্সের মাধ্যমে। এটি বিশেষত বিদেশী চাকরি বা
শিক্ষার ক্ষেত্রে অনেক কার্যকরী ভূমিকা পালন করবে এবং আপনার জন্য এটি অনেক বড়
অনলাইন ব্যবসার আইডিয়া হবে।
১৭। সাবসক্রিবশন ভিত্তিক নিউজ লেটার
নির্দিষ্ট বিষয়বস্তুর ওপর ভিত্তি করে সাপ্তাহিক বা মাসিক নিউজলেটার পাঠাতে
পারেন। ব্যবসা, প্রযুক্তি ফ্যাশন বা শিক্ষা নিয়ে লেখা নিউজলেটার খুব জনপ্রিয়।
গ্রাহকরা এতে গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে থাকবে এবং এটি তাদের একাধিক কাজে আসবে। এটি
আপনাকে নিয়মিত পাঠকের সাথে যোগাযোগের জন্য সহায়তা করবে এবং আপনার অনলাইন
ব্যবসার আইডিয়াটা ফলপ্রসু হবে।
১৮। সার্ভে বা রিসার্চ কনসাল্টিং
বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান বা কোম্পানির জন্য আপনি সার্ভে তৈরি ও পরিচালনা করতে
পারেন। এবং আপনি তাদের রিপোর্ট তৈরি করে বিভিন্ন সিদ্ধান্ত নিতে সহায়তা
করতে পারবেন। সহজে গবেষণামূলক তথ্য পেয়ে গ্রাহকরা খুশি হবে এবং তাদের কাজ
সহজ হয়ে যাবে। এটি আপনার ডেটা বিশ্লেষণের অভিজ্ঞতা ও বাড়িয়ে তুলবে।
১৯। মেম্বারশিপ ভিত্তিক ওয়েবসাইট
নির্দিষ্ট বিষয়বস্তু নিয়ে মেম্বারশিপ ভিত্তিক ওয়েবসাইট তৈরি করে আয়ের সুযোগ করতে পারেন। মেম্বারশিপ ব্যবহার করে আপনি বিশেষ বিষয়বস্তু পোস্ট বা টিপস অফার করতে পারেন। এতে শুধু নির্দিষ্ট গ্রাহকরা এই পরিষেবা উপভোগ করতে পারবে। আর এই অনলাইন ব্যবসার আইডিয়াটি আপনার আয়ের ধারাবাহিকতা বজায় রাখবে।
২০। মিটিং বা ওয়েবিনার সেবা
আপনি ছোট এবং বড় ব্যবসায়ীদের জন্য অনলাইন মিটিং বা ওয়েবিনার আয়োজন করে সেবা
প্রদান করতে পারেন। এতে ব্যবস্থাপনার দায়িত্ব আপনার উপর থাকবে এবং তারা
নির্ধারিত বিষয়ে আলোচনার সুযোগ পাবে। এই সেবা অনলাইন প্রশিক্ষণ এবং ব্যবসায়িক
আলোচনায় অত্যন্ত কার্যকর হবে। এতে অনলাইন পেশাগত দক্ষতা বাড়ানো যাবে। আপনিও
ব্যবসার স্বপ্নের দিকে এগিয়ে চলবেন।
২১। ডকুমেন্টেশন রাইটিং
কোম্পানি বা স্টার্টাআপগুলোর জন্য ডকুমেন্টশন বা নথি, প্রজেক্ট প্ল্যান বা
ব্যবহার কারীর নির্দেশিকা লিখতে পারেন। ব্যবসা পরিচালনায় এসব ডকুমেন্টেশনের
ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে থাকবে। এটি তাদের কাজের ধারাবাহিকতা এবং তথ্য প্রবাহের
সহায়তা করবে। দক্ষতা থাকলে অনলাইনে লেখালেখি আপনার জন্য ভালো আয়ের উৎস
হবে।
২২। ভার্চুয়াল কর্পোরেট প্রশিক্ষণ
আপনি বিভিন্ন বিষয়ে কর্পোরেট প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করতে পারেন। এতে সময়
এবং খরচ বাঁচিয়ে সহজে কর্মীদের প্রশিক্ষণ দেওয়া সম্ভব হবে। বিশেষ করে সফট
স্কিলস বা প্রযুক্তি সম্পর্কিত প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে আপনি কর্পোরেট ব্যবসা
সংক্রান্ত কাজ চালিয়ে যেতে পারেন। এটি দক্ষ কর্মী তৈরি করতে সহায়ক হবে এবং
অনলাইন ব্যবসার আইডিয়া যথাযথভাবে কাজে লাগাতে পারবেন।
২৩। কাস্টম স্লোগান বা জিংগেল তৈরি
বিজ্ঞাপন বা ব্র্যান্ড প্রচারণের জন্য কাস্টম স্লোগান বা জিংগেল তৈরি করতে পারেন।
এটি কোম্পানির ব্র্যান্ড ইমেজ তৈরি ও প্রচারে সহায়ক হবে। আপনি অনলাইন অর্ডার
নিয়ে আপনার সৃজনশীলতা কাজে লাগিয়ে এটি করা সম্ভব হবে। প্রচারণায় প্রভাব ফেলতে
এ ধরনের সেবা জনপ্রিয় হবে। অনলাইন ব্যবসার আডিয়াগুলোর এটি ও একটি সুন্দর ও
কার্যকরী মাধ্যম হতে পারবে, আপনি কাজ করতে পারলে।
২৪। কন্টেন্ট অপটিমাইজেশন কনসাল্টিং
বিভিন্ন ওয়েবসাইট বা ব্লগের কনটেন্ট অপটিমাইজেশনে পরামর্শ দিতে পারেন। সঠিক
কিওয়ার্ড নির্বাচন, এসইও ফ্রেন্ডলি কনটেন্ট ইত্যাদির মাধ্যমে অনলাইনে উপস্থিতি
বাড়ানো সম্ভব। এতে তাদের ওয়েবসাইটের রেংকিং উন্নত হবে এবং অনলাইন মার্কেটিং এর
ক্ষেত্রে একটি কার্যকর সেবা বিল্ডআপ হবে। আপনি এটি করে আপনার অনলাইন ব্যবসার
ধারণাটি এলিভেট করতে পারেন।
২৫। খাদ্য ও পুষ্টি পরামর্শ
স্বাস্থ্যকর খাবার এবং পুষ্টি সম্পর্কিত একাধিক পরামর্শ প্রদান করে মানুষকে
স্বাস্থ্য টিপস এবং ট্রিক্স সম্পর্কে সচেতন করতে পারেন। খাদ্য তালিকায় ভিটামিন ও
মিনারেল এর পরিমাপ এবং ডায়েট পরিকল্পনা দিতে পারেন। এটি যারা ডায়েট মেনে চলেন
তাদের জন্য কার্যকর হবে এবং স্বাস্থ্য সচেতন মানুষের মাঝে পরিষেবার চাহিদা রয়েছে
এটির। এটিও একটি ভালো অনলাইন ব্যবসার আইডিয়া।
২৬। অনলাইন জব ইন্টারভিউ কোচিং
চাকরিপ্রার্থীদের জন্য ইন্টারভিউ প্রস্তুতিতে কোচিং প্রদান করতে পারেন। ইন্টারভিউ
প্রশ্ন ও উত্তর কৌশল এবং আত্মবিশ্বাস বৃদ্ধিতে পরামর্শ দিতে পারেন। এতে চাকরি
প্রার্থীরা সহজে ইন্টারভিউতে সফল হতে পারবেন এবং আপনি অনলাইনে এই পরিসবা দিয়ে
তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে তোলার মাধ্যমে আপনার ব্যবসার আইডিয়া উন্নত থেকে উন্নতর
হবে।
২৭। ছোট ব্যবসার জন্য ব্র্যান্ড কনসাল্টিং
ছোট ব্যবসাগুলোর জন্য ব্র্যান্ডিং এবং মার্কেটিং কৌশল পরামর্শ দিতে পারেন।
ব্র্যান্ডের লক্ষ্য প্রচারণা কৌশল এবং কনটেন্ট পরিকল্পনা তৈরি করতে সহায়ক হয়ে
থাকবে। এতে তারা দ্রুত ব্র্যান্ড সচেতন ও সচেতনতা ও বিক্রয় বাড়াতে সক্ষম হবে।
আর এটি আপনার মার্কেটিং বা বিপণন দক্ষতা বাড়াবে এবং প্রয়োজন অনুসারে পাওয়ার
সুযোগ প্রদান করবে।
আরো পড়ুনঃ অনলাইনে রিসেলিং কি হালাল - রিসেলিং ব্যবসা কি হালাল
২৮। ভার্চুয়াল ফ্লাওয়ার শপ
অনলাইনে বিভিন্ন উপলক্ষে ফুলের অর্ডার নিয়ে ডেলিভারি করতে পারেন। বিভিন্ন
ডিজাইনের ফুলের তোড়া এবং উপহারের ব্যবস্থাপনা করতে পারেন। এটির দ্বারা গ্রাহকের
চাহিদা অনুযায়ী দ্রুত সরবরাহ করা সম্ভব হবে। এটি বিশেষ করে বিশেষ উপলক্ষ্যগুলোতে
বেশ জনপ্রিয় এবং ডিমান্ডেবল বা চাহিদা সম্পন্ন হয়ে থাকবে।
২৯। অনলাইন পোল বা ভোটিং পরিষেবা
অনলাইন ব্যবসার আইডিয়ার আরো একটি হলো বিভিন্ন মতামত বা জরিপের জন্য অনলাইন ভোটিং
বা পোল সেবা প্রদান করতে পারেন। সামাজিক, ব্যবসায়িক বা রাজনৈতিক বিষয়ে জরিপ
চালানো সহজ হবে। এতে প্রতিষ্ঠান বা ব্যক্তিরা সঠিক মতামত সংগ্রহ করতে পারবে এবং
এটি নির্ভরযোগ্য তথ্য ফলাফল প্রদান করতেও সহায়ক হবে।
৩০। অনলাইন পোষা প্রাণী ফুড সাবস্ক্রিপশন
পোষা প্রাণীর জন্য স্বাস্থ্যকর খাদ্যের Subscription Box সরবরাহ করতে পারেন। এতে মাসে মাসে খাদ্যের যোগান দেওয়া সম্ভব হবে, যা পোষা প্রাণীর মালিকদের জন্য সুবিধা জনক হবে।
এটি বিভিন্ন প্রাণীর খাদ্যের বৈচিত্র অনুপাতে গ্রাহকের চাহিদা অনুযায়ী সরবরাহ করতে পারবেন।
লেখকের শেষ মন্তব্য
অনলাইন ব্যবসার আইডিয়া সম্পর্কে ৩০ টি টপিক লিখেছে এই আর্টিকেলটিতে যেগুলো বর্তমান অনলাইনে মানুষের খুব চাহিদা রয়েছে। আপনি যদি উক্ত ব্যবসার আইডিয়াগুলো নিজের ক্যারিয়ার উন্নয়নে প্রতিফলন বা বাস্তবায়ন করার চেষ্টা করেন তাহলে আমরা আশা করতে পারি খুব অল্প সময়ের ভিতরে আপনি একজন বিজনেসম্যান বিশিষ্ট ব্যবসায়ী হয়ে উঠবেন ইনশাআল্লাহ।
প্রিয় পাঠক, আমরা আমাদের ওয়েবসাইট আব্দুন নূর আইটিতে নিয়মিত
নিত্যনৈমিত্তিক বিভিন্ন টপিকের উপরে বিশেষ করে অনলাইনে ইনকাম, অনলাইন ব্যবসা
এবং ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং সম্পর্কিত বিভিন্ন টপিক সহ ব্লগ লেখার
চেষ্টা করি। আপনি আমাদের পাশে থাকলে অবশ্যই আমাদের ওয়েবসাইটের
মাধ্যমে উপকৃত হবেন বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি।
আব্দুন নূর আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url