মোবাইলে ফ্রি ইনকাম সাইট 2024অনলাইন ইনকাম সাইট বিকাশ পেমেন্ট এ কিওয়ার্ড দ্বরা অনেকেই গুগল ও অন্যান্য সার্চ
ইঞ্জিনে সার্চ করে থাকে। অনলাইন ইনকাম করে বিকাশ পেমেন্ট নেওয়ার ব্যাপারটি
সম্প্রতি খুব জনপ্রিয় হয়ে উঠেছে। বাংলাদেশের মধ্যে মোবাইলে অনলাইন ইনকাম টপিকটি
কিছু বছর ধরে ট্রেন্ডে আছে।
প্রিয় পাঠক, তাই বরাবরের মত আজকে আপনার সম্মুখে এমনি কিছু সাইট নিয়ে লিখতে চলেছি,
যেগুলো মূলত গেমিং, ফ্রিল্যান্সিং, ফিন্যান্স, ক্রিপ্টো ইত্যাদি রিলেটেড সাইট।
যেগুলো থেকে মোটামোটি আর্নিং করে বিকাশ পেমেন্ট নেওয়া যায়। নিম্নে বিস্তারিত
লিখছি।
পোস্ট সূচীপত্রঃ
অনলাইন ইনকাম সাইট বিকাশ পেমেন্ট
অনলাইন ইনকাম সাইট বিকাশ পেমেন্ট ব্যাপারটি যদিও খুব হাইপে রয়েছে। তবে, কতগুলো
বিষয় মাথায় রাখতে হবে সেগুলো হলো যে অনলাইন ইনকাম করা এবং উত্তোলনে সতর্ক থাকতে
হবে। কারণ, খুব সহজে হাত পর্যন্ত টাকা আস্তে ডিফিকাল্ট হতে পারে। আপনি যে সাইটে
কাজ করবেন তার ডিটেইলস প্রথমে জেনে নিবেন যে তার ইনকাম কিভাবে দিবে, কি কাজ করতে
হবে, ইনকামের টাকা কিভাবে উইথড্রো দিবে?
সব কিছু জেনে বুঝে এরপর কাজে নামবেন ওকে? তাই সাইটের নির্ভর্যোগ্যতা, সাইট
অথরিটি, ইথিক্যালিটি এবং জনপ্রিয়তা দেখে আপনাকে কাজ করতে হবে। অনেক সাইটে ইনকাম
হলেও টাকা উত্তোলন করতে গিয়ে ঝামেলা হয়। অনেক সাইট আবার নানান নিয়ম-কানুন, রুলস
এবং রেগুলেশন ইত্যাদি। অতএব অনলাইনের এই যুগে ইনকামের স্ক্রিনশটে দেখে ঝাঁপিয়ে
পড়া যাবেনা।
আরো পড়ুনঃ অনলাইনে ব্যবসা করে কোটি হওয়ার কিছু কার্যকরী উপায়
খুব বিচক্ষনতার পরিচয় দিয়ে এরপর কাজ করতে হবে। এটা এই জন্য যে অনলাইনে লক্ষ লক্ষ,
কোটি কোটি টাকা যেমন ইনকামের সুযোগ রয়েছে, এমনকি অনেকেই করতেছে ও বটে। তবে এটি ও
সত্যি যে এখানে অনেক ফ্রড, প্রতারক, চিটিংবাজের লোকেরও সংখ্যা কম নয়। অনেকেই ভালো
পথে সময়, চেষ্টা এবং কঠিন পরিশ্রম করে টাকা ইনকাম করছে অনলাইন থেকে লিগ্যাল ও
ইথিক্যাল পথে।
আবার, অনেকেই আন লিগ্যাল ও আন ইথিক্যাল উপায়ে লক্ষ লক্ষ টাকা সহজ সরল ও ইন্টারনেট
ও অনলাইন বিষয় কম জানা মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে। আবার, অনেকেই
ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং ও ই-কমার্স করে কোটি কোটি টাকা ইনকাম করছেল। সুতরাং
আপনি ও এখানে ইনকাম করতে চাইলে চোখ কান খুলা রেখে খুব হিসাব কিতাব করে অনলাইনের
সাথে জড়িত হয়ে কাজ করুন।
কাজ করতে হবে নাকি? তাই আগে অনলাইনে নামুন এবং রিসার্চ করুন বিশেষ করে গুগল এবং
ইউটিউব ইত্যাদিতে। এর পর কাজ করুন। যাইহোক অনেক বড় বয়ান দিয়ে ফেললাম চলুন নিম্নে
১০টি সাইট সম্পর্কে লিখছি। অবশ্যই শুধু আমরা নই, যেকেউ কোনো ইনকাম সাইট সম্পর্কে
ইনকামের কথা বল্লে প্রথমত গুগল এবং দ্বিতীয়ত ইউটিউব থেকে রিসার্চ বা গবেষণা করে
নিয়ে সাইটে কাজ করতে ঝাঁপিয়ে পড়ুন। হুজুগে বাংগালীর মত শুনে ঝাঁপিয়ে পড়া যাবেনা।
তো চলুন জনাব/জনাবা পড়া আরম্ভ করি।
সহজ অ্যাফিলিয়েট: SohojAffiliates
সহজ এফিলিয়েটস (SohojAffiliates) একটি জনপ্রিয় বাংলাদেশি এফিলিয়েট
প্ল্যাটফর্ম, যেটি ব্লগ, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের মাধ্যমে
অনলাইন থেকে ইনকাম করার সুযোগ দেয়। আপনি এখানে ২৫ হাজারের অধিক প্রোডাক্ট
বা পণ্য পাবেন, যেগুলোর প্রত্যেকটির লিংক রয়েছে। এই লিংকগুলো বিভিন্ন
জায়গায় শেয়ার করার মাধ্যমে আপনি অনলাইন ইনকাম করতে পারবেন।
এক্ষেত্রে, ইনকামের পদ্ধতি হচ্ছে যে, যে লিংকটি আপনি শেয়ার করবেন তা হয়তো
ফেসবুকে, বা কোন ব্লগ সাইটে অথবা কোন ইউটিউব চ্যানেলে এবং সেই লিংকের
মাধ্যমে সেই লিংকে ঢুকে যদি কোন কাস্টমার বা ক্রেতা তাদের কোনো পণ্য বাই বা
ক্রয় করে, সেখান থেকে একটা কমিশন স্বরূপ আপনাকে টাকা দেওয়া হবে।
শুধু তাই নয়, এই লিংক থেকে সহজ অ্যাফিলিয়েট ব্যবহাকারী ব্যক্তি লাইফটাইম রেফারেল
কমিশন আর্ন করতে পারবেন। আর এই ইনকামকৃত টাকা সরাসরি বিকাশে উত্তোলন করতে পারবেন।
আর এখানে ফ্রিতে রেজিস্ট্রেশন করতে পারবেন এবং ট্রেনিংয়ের মাধ্যমে আপনার অনলাইন
ইনকামের দ্বার উন্মোচন হয়ে যাবে।
টেরা বক্স: TeraBox
টেরাবক্স (Terabox) থেকে আয় করা সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি হলো এর রেফারেল
প্রোগ্রাম এবং ডিজিটাল পণ্য বিক্রি। ইউজারস বা আপনি একজন ব্যবহারকারী হিসেবে
তাদের ফাইল শেয়ার করার সময় রেফারেল লিংক ব্যবহার করে আয় করতে পারবেন। এছাড়াও,
অনলাইন স্টোরিস ব্যবহার করে ফ্রিল্যান্স প্রজেক্ট সম্পন্ন করে সহজে ইনকাম করবেন।
আর এই আয়কৃত টাকা বিকাশে একটি নির্ভরযোগ্য মাধ্যম হিসাবে উইথড্রো দিতে পারবেন।
তবে, পেমেন্ট গ্রহণের আগে নিশ্চিত হতে হবে যে এটি একটি নির্দিষ্ট নীতিমালা মেনে
চলছে কিনা সেদিকে নজর রাখা। আর এভাবেই টেরা বক্স থেকে আয় করা সম্ভব হবে। তবে আরো
গুগল এবং ইউটিউব চ্যানেল থেকে জেনে নিবেন।
দারাজ: Daraz
দারাজ থেকে আয় করার জন্য আপনি সেলার হিসেবে রেজিস্ট্রেশন বা নিবন্ধন করতে পারেন।
তাদের হাজারো প্রোডাকটস বা পণ্য লিস্টিং বা তালিকাভুক্ত করে এবং নির্ভরযোগ্য
কাস্টমার ব আ গ্রাহকদের কাছে বিক্রি করে সহজে আয় করা সম্ভব হতে পারে। বিকাশের
মাধ্যমে পেমেন্ট নেওয়া-দেওয়া করা অত্যন্ত সহজ।
যেখানে ক্যাশব্যাক এবং বিভিন্ন অফার পাওয়া থেকে শুরু করে দারাজ অ্যাপ ব্যবহার
করে কেনাকাটা বা পণ্য বিক্রয় করলে ও ইনকাম করতে পারবেন। আর এই ইনকামের পেমেন্ট
ঝামেলা ছাড়াই উঠাতে পারবেন। তাছাড়া, বিকাশ পেমেন্ট সিস্টেম নিরাপদ ও দ্রুততর
হয়।
সহজ ডটকম: Shohoz.com
সহজ ডটকম (Shohoz.com) থেকে আয় করার সবচেয়ে সহজ উপায় হলো টিকিট বিক্রি করা।
এটি বাস, ট্রেন, লঞ্চ এবং ইভেন্ট টিকিটসহ বিভিন্ন সার্ভিস বা সেবা প্রদান করে।
আপনি সহজ ডটকম ব্যবহার করে কমিশন ভিত্তিতে টিকিট বিক্রি করতে পারবেন। পেমেন্ট
পদ্ধতি হিসেবে বিকাশ সহ অন্যান্য মোবাইল ব্যাংকিং অপশন অ্যাভেলেবল রয়েছে, যা
দ্রুত ও সহজে উত্তোলন হয়ে থাকে।
আবার এর মাধ্যমে সেবা প্রদানকারীরা ট্রান্সপোর্ট বা ইভেন টিকিট বিক্রি করে তাদের
আয় বাড়াতে পারবেন। পেমেন্ট রিফান্ড বা অন্যান্য সমস্যার সমাধানে কাস্টমার
সার্ভিসের সাহায্য নিতে পারবেন।
পাঠাও ডটকম: Pathao.com
পাঠাও ডটকম (Pathao.com) এর মাধ্যমে ও আয় করতে পারবেন বাইক, কার বা গাড়ি কিংবা
সাইকেল চালানোর মাধ্যমে। বিশেষ করে ডেলিভারি ও রাইড শেয়ারিং সার্ভিস বা সেবায়
অংশ নিয়ে মাসিক ভালোমানের একটা আয়ের সুযোগ রয়েছে এইখানে। উপার্জিত অর্থ সরাসরি
বিকাশের মাধ্যমে সপ্তাহের পাঁচ দিনেই পেমেন্ট পেয়ে যাবেন।
বিকাশ পেমেন্টে এক্ষেত্রে দ্রুত হয়ে থাকে। আবার এখানে বিকাশের মাধ্যমে বিল
পরিশোধও করতে পারেন এবং কিছু অফারে তাৎক্ষণিক ক্যাশব্যাক এর সুবিধাও রয়েছে।
গিগ ক্লিকারস: GigClickers
গিগ ক্লিকারস (GigClickers) একটি অনলাইন মাইক্রো জব মার্কেটপ্লেস, যেখানে
ব্যবহারকারীরা ছোট, বড় কাজ সম্পন্ন করে আয় করতে পারেন। এই সাইটটি
ফ্রিল্যান্সারদেরকে বিভিন্ন কাজের সুযোগ দেয় এবং পেমেন্টের ক্ষেত্রে ও দ্রুত এবং
সহজ প্রক্রিয়া নিশ্চিত করে থাকে। বাংলাদেশি ব্যবহারকারীরা বিকাশের মাধ্যমে তাদের
আয়ের টাকা উত্তোলন করতে পারেন।
যেখানে সর্বনিম্ন উত্তোলনের সীমা এক ডলার ($1)। তবে, কাজের মান নিশ্চিত করা এবং
প্লাটফর্মের নিয়ম মেনে চলা আপনার জন্য বাধ্যতামূলক। অন্যথায়, আপনার পেমেন্টটি
বাতিল হতে পারে। এখানে রেফারেল প্রোগ্রামের মাধ্যমেও ইনকাম বা আয় করা সম্ভব হবে
আপনার জন্য, যা নতুন ইউজারদের আকৃষ্ট করতে সাহায্য করে।
এক্সপার্ট অপশন: Expert Option
এক্সপার্ট অপশন (Expert Option) একটি অনলাইন ট্রেডিং প্লাটফর্ম, যেখানে
আপনি স্টক, ফরেক্স এবং ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করতে পারবেন। এটি নতুনদের
জন্য ডেমো অ্যাকাউন্টের মাধ্যমে প্রশিক্ষণ বা ট্রেনিং গ্রহণের সুযোগ দেয়। আপনার
ট্রেডিং দক্ষতা থাকলে এখান থেকে প্রচুর পরিমাণে আয় করা সম্ভব। তবে রিস্ক বা
ঝুঁকিও কোনো অংশে কম নয়, অনেক বেশি। আর টাকা উত্তোলনের জন্য বিকাশ সহ অন্যান্য
জনপ্রিয় পেমেন্ট পদ্ধতি ব্যবহার করতে পারবেন। আর এই ট্রেডিং সম্পর্কে পরিষ্কার
ধারণা থাকলে এবং কিছু বিনিয়োগ করতে পারলে এটি উচ্চাভিলাষী সম্ভাবনাময় আয়ের বা
ইনকামের মাধ্যম হতে পারে হতে পারে।
ট্রিক বিডি ডটকম: Trickbd.com
ট্রিক বিডি ডটকম (Trickbd.com) ওয়েবসাইটে লিখালিখি করে মাসে ১০০০ থেকে
২০০০ হাজার টাকা আয় করা সম্ভব হবে। এখানে আপনাকে ইউনিক আর্টিকেল লিখে পোস্ট করতে
হবে, যা রিভিউ বা পর্যালোচনা শেষে সাইটে প্রকাশের সুযোগ পাবে। পেমেন্টের জন্য
নূন্যতম 500 টাকা হলেই বিকাশে রিকোয়েস্ট করতে পারবেন।
পাশাপাশি এড দেখিয়েও ইনকামের চান্স রয়েছে। বাকীটা অনলাইন রিসার্চ করলেই বুঝতে
পারবেন।
শেরোজ: Sheroes
শেরোজ (Sheroes) একটি প্ল্যাটফর্ম যেখানে ব্যবহারকারীরা মাইক্রো জব বা গিগের এর
মাধ্যমে অর্থ উপার্জন করতে পারেন। বাংলাদেশে এই আয়ের অর্থ বিকাশে পেমেন্ট
নেওয়ার ব্যবস্থা রয়েছে, যা দ্রুত এবং সহজতর। বিভিন্ন টাস্ক সম্পন্ন করে
উপার্জিত অর্থ বিকাশের থ্রুতে পেমেন্ট আনতে পারবেন, আর যা ব্যবহারকারীদের জন্য
সাধারণত একটি নির্দিষ্ট ফ্রি প্রযোজ্য হয়ে থাকে।
আরো পড়ুনঃ মাসে ২০ হাজার টাকা আয় করার ২১টি উপায়
আর এছাড়াও, আরো বিভিন্ন পেমেন্ট মেথডেও টাকা তুলা সম্ভবপর হয়ে থাকে, যেমন
পেওনিয়ার ও অন্যান্য মাধ্যম।
উইনযো: Winzo
উইনযো (Winzo) একটি জনপ্রিয় গেমিং অ্যাপ, যা খেলে বিভিন্ন গেমের মাধ্যমে অর্থ
উপার্জনের সুযোগ রয়েছে। এই প্লাটফর্মে গেম খেলতে যত বেশি দক্ষতা দেখাতে পারবেন
তত বেশি আয় করতে পারবেন। আর আপনার উপার্জিত অর্থ সরাসরি বিকাশে উত্তোলন করতে
পারবেন, তবে উইথড্রো করতে গিয়ে উপার্জিত অর্থের পেমেন্ট নেওয়ার আগে অ্যাকাউন্ট
যাচাই করতে হয়।
এছাড়াও, এটি ব্যবহার করার আগে রিভিউ এবং পেমেন্টের নির্ভরযোগ্যতা যাচাই
গুরুত্বের সাথে দেখা জরুরী, কারণ অনলাইন ইনকাম প্লাটফর্মগুলোতে সতর্ক থাকা জরুরী।
লেখকের শেষ মন্তব্য
অনলাইন ইনকাম সাইট বিকাশ পেমেন্ট সংক্রান্ত বিষয়ে ব্লগটি লেখার চেষ্টা করেছি।
প্রিয় পাঠক, বিকাশ পেমেন্ট একটি সহজ এবং সুবিধাজনক উপায় হিসেবে অনলাইন ইনকামের
অর্থ উত্তোলনের জন্য জনপ্রিয় হয়ে উঠেছে। তবে, এটি নির্দিষ্ট সাইটে নিজেদের তথ্য
ব্যবহার করার পূর্বে সাইটের বিশ্বস্ততা যাচাই করবেন এবং পেমেন্ট প্রক্রিয়া
নিশ্চিত করা ও আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
সঠিকভাবে যাচাই করে আপনি নির্বিঘ্নে অনলাইন ইনকাম থেকে পেমেন্ট পেতে পারবেন এবং
নিজের অর্থ উত্তোলন করতে পারবেন। আরো উপকারী আর্টিকেল বা ব্লগ পেতে আমাদের
ওয়েবসাইট আব্দুন নুর আইটি এর
সাথেই থাকুন ইনশাআল্লাহ।
আব্দুন নূর আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url