শর্ট পিচ ক্রিকেট খেলার নিয়মবিপিএল ২০২৫ সময়সূচী ও দল নিয়ে আজকে সংবাদ দিতে চলেছি, আপনি যদি এ সম্পর্কে
  জানতে চান তাহলে সঠিক জায়গায় এসেছেন বলে আমরা বিশ্বাস করছি। প্রিয় পাঠক, বিপিএল
  (BPL) মানে বাংলাদেশ প্রিমিয়ার লিগ, এটি প্রায় প্রতি বছর বাংলাদেশে অনুষ্ঠিত
  হয়। 
মাঝে কয়েকবার কিছু নির্দিষ্ট কারণে খেলাটি অনুষ্ঠিত হয়নি। এ বিপিএল ঘিরে
  বাংলাদেশে মাসাধিক ব্যাপি বিশাল আয়োজনের সাথে জম জমাট ভাবে উল্লাসের সহিত চলতে
  থাকে। দেরি না করে এ ২০২৫ সালের বিপিএ, কোন সময়ে ও ভ্যেনুতে এবং কোন দলে কে খেলবে
  তা সার সংক্ষেপ ধারণা দেওয়ার চেষ্টা করব। 
পোস্ট সূচীপত্রঃ
  বিপিএল ২০২৫ সময়সূচী ও দল এবং বিশেষ উদ্যোগসমূহ
  বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসর সামনে ২০২৪ সালের
  ডিসেম্বর মাসের ৩০ তারিখ থেকে শুরু হয়ে ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসের ৭
  তারিখ পর্যন্ত এটি চলবে। বিপিএল বা বাংলাদেশ প্রিমিয়ার লিগ বাংলাদেশের
  তিনটি ভ্যেনু বা মাঠে অনুষ্ঠিত হবে। 
  পর্যায়ক্রমে সেগুলো হচ্ছে ঢাকা আর চট্টগ্রাম এবং সিলেটে। আর ২০২৪-২৫
  সালের বিপিএল টিতে মোট অংশ নিবে সাতটি দল। বিপিএল ২০২৫ সময়সূচী ও দল
  সম্পর্কে জানতে গুগলে বিপিএল ২০২৫ লিখে সার্চ করুন, সব আপডেপ পেয়ে যাবেন।
  আরো পড়ুনঃ ব্যাডমিন্টন খেলার উপকারিতা - ব্যাডমিন্টন খেলার নিয়ম
  বিসিবি তথা বাংলাদেশ ক্রিকেট বোর্ড অলরেডি দর্শকদের উদ্দেশ্যে বিপিএলের
  চূড়ান্ত সূচি প্রকাশ সহ কোন দলে কে কে খেলবে এ বিষয়টি এবং কিছু নতুন উদ্যোগের
  কথাও স্পষ্টভাবে জানান দিয়েছে। 
  প্রিয় পাঠক, আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখছি যে এবারের বিসিবি নতুন সভাপতি জনাব
  ফারুক আহমেদ সাহেব বিপিএল ২০২৫ অন্যান্যা আসরের তুলনায় বেশ অনন্য এবং চমকপ্রদ
  কিছু উদ্যোগসহ ঘরোয়া ক্রিকেট খেলাটি আয়োজিত হবে বলে আশ্বাস দিয়েছেন দিয়েছেন।
  ২০২৫ সালের বিপিএল সময়সূচী
  ঢাকা পর্বঃ ডিসেম্বর ৩০ তারিখ থেকে জানুয়ারি ৩ তারিখ পর্যন্ত প্রথম
  আটটি ম্যাচ মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম ঢাকায় অনুষ্ঠিত হবে।
  সিলেট পর্বঃ জানুয়ারি ০৬-১৩ তারিখ পর্যন্ত আন্তর্জাতিক
  স্টেডিয়াম সিলেটে বারোটি ম্যাচ অনুষ্ঠিত হবে।
  চট্রগ্রাম পর্বঃ জানুয়ারি ১৬-২৩ তারিখ পর্যন্ত জহুর আহমেদ চৌধুরী
  স্টেডিয়াম চট্টগ্রামে আরো ১২ টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
  ফাইনাল পর্ব আবার ঢাকাঃ জানুয়ারি ২৬ থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত
  বাকি ফাইনাল পর্বের ম্যাচগুলো ঢাকাতেই অনুষ্ঠিত হবে।
সিদ্ধান্ত মূলক ম্যাচ সমূহঃ 
  
    - এলিমিনেটর এবং প্রথম কোয়ালিফায়ারঃ ফেব্রুয়ারি ৩ তারিখ।
- দ্বিতীয় কোয়ালিফায়ারঃ ফেব্রুয়ারি ৫ তারিখ।
- ফাইনালঃ ৭ ফেব্রুয়ারি।
রিজার্ভ ডে রাখা হয়েছে গুরুত্বপূর্ণ ম্যাচ সমূহের জন্য। 
 
ম্যাচের সময়সূচিঃ 
  দিনের ম্যাচঃ দুপুর ১ টা ৩০ মিঃ থেকে বিকেল ৪ টা ৫০ মিঃ পর্যন্ত।
  রাতের ম্যাচঃ সন্ধ্যা ৬ টা ৩০ মিঃ থেকে রাত ৯ টা ৫০ মিঃ পর্যন্ত।
  শুক্রবার এর ম্যাচঃ দিনের ম্যাচ দুপুর ২ টা এবং রাতের ম্যাচ সন্ধ্যা
  ৭ টায় আরম্ভ হবে।
  বিপিএল ২০২৫ দলসমূহ
  ২০২৪-২৫ সালের এবারের বিপিএলে যে সমস্ত টিম বা দল পার্টিসিপেট করবে সেগুলো
  হলো নিম্নবর্তী দলগুলো।
  - দুর্বল রাজশাহী
- রংপুর রাইডার্স
- খুলনা টাইগার্স
- সিলেট স্ট্রাইকার্স
- ফরচুন বরিশাল 
- চট্রগ্রাম কিংস
- ঢাকা ক্যাপিট্যালস
  বিসিবি বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উদ্যোগ
  বিশেষ সভাপতি জনাব ফারুক আহমেদ এবারের বিপিএল খুব মানসম্পন্ন এবং দর্শক
  আকর্ষণীয় ও প্রিয় হবে বলে বিভিন্ন কথায় আশ্বাস দিয়েছেন। যেমন নিম্নে কতিপয়
  উল্লেখযোগ্য উদ্যোগসমূহঃ
  ডিজিটাল টিকিট সিস্টেমঃ বিপিএল ২০২৫ সালে টিকিট কেনার সিস্টেমটি
  সম্পূর্ণরূপে সম্পন্ন হবে অনলাইনেই।
  আরো পড়ুনঃ বাংলাদেশের কোন জেলার মানুষ বেশি শিক্ষিত বিস্তারিত জানুন
  ডিআরএস টেকনোলজি বা প্রযুক্তিঃ এবার টুর্নামেন্ট বা খেলার শুরু
  থেকেই ডিআরএস সার্ভিস প্রতিষ্ঠিত হবে ও সঠিকভাবে কার্যকর হবে।
  উন্নত ব্রডকাস্ট ব্যবস্থাপনাঃ জনপ্রিয় ধারাভাষ্যকার এবং বিদেশী
  আম্পায়ার দ্বারা খেলাটি সুনিশ্চিতভাবে অনুষ্ঠিত হবে।
  পরিষ্কার পরিচ্ছন্ন স্টেডিয়ামঃ এবারের স্টেডিয়াম পুরস্কার ও
  পরিচ্ছন্ন থাকার নিশ্চয়তা দিয়েছেন, এক্ষেত্রে, জিরো ওয়েস্ট প্রোগ্রাম থাকবে।
  বিনামূল্যে খাবার ও পানিঃ গ্যালারির দর্শকদের জন্য পানির সুব্যবস্থা
  থাকবে বিনামূল্যে।
উদ্বোধনী ম্যাচ
  উদ্বোধনী ম্যাচ দিনের বেলায় শুরু হবে, এবং এটিতে পরস্পর দুটি দল মুখোমুখী
  হবে। যে দুটি দল উদ্বোধনী ম্যাচে লড়াই করবে সেগুলো দুর্বার রাজশাহী
  ভার্সেস(বনাম) ফরচুন বরিশাল। এবং অপর ম্যাচে থাকবে ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর
  রাইডার্স।  
লেখকের শেষ কথা
  বিপিএল ২০২৫ সময়সূচী ও দল শিরোনামটিতে বিবিএল সংক্রান্ত বিভিন্ন বিষয়
  তুলে ধরার চেষ্টা করেছি।এবারের বিপিএল খুব জমজমাট ভাবে হবে বলে আমরা
  আশা করছি। ২০২৫ সালের বিপিএল টিতে দেশ-বিদেশের বিভিন্ন নামী দামী খেলোয়াড়
  অংশ গ্রহণ করে বিপিএল মাতিয়ে রাখবে এটাই খেলাপ্রেমীদের প্রত্যাশা। আর নতুন
  উদ্যোগগুলো যথার্থভাবে পালন হোক এটাই সবার কামনা। আরো এরকম সংবাদ পেতে
  
Abdunnur IT এর সাথেই থাকুন
  ইনশাআল্লাহ। 
  উৎসবমুখর সুন্দর পরিবেশে বিপিএল ২০২৫ উপভোগ করুন এবং নব্য সভাপতির বিনামূল্যে
  পানি পান করে জীবন ঠান্ডা রাখুন!
 
আব্দুন নূর আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url