ইমাম বুখারী সংক্ষিপ্ত জীবনী জেনে নিন কয়েক সেকেন্ডে
ইসলামে শিক্ষার গুরুত্বইমাম বুখারী সংক্ষিপ্ত জীবনী নিয়ে অনেক সময় অনেকরই জানতে আগ্রহী প্রকাশ করে, কারণ ইমাম বুখারী মুসলিম উম্মাহর হাদিস গ্রহণের জন্য কেন্দ্রবিন্দু এবং উৎস। তিনাকে হাদিস শাস্ত্রে ইমাম হিসাবেও খ্যাত এবং ছোট্র বয়সেই কুরআনের হাফিজ হয়ে যান।
তিনি অত্যন্ত পরহেযগার একজন ব্যক্তি ছিলেন। তার জন্ম, মৃত্য, মাজার, বিবাহ, বই এবং ছবি নিয়ে আজকে কথা বলব এই ব্লগটিতে।
পেজ সূচীপত্রঃইমাম বুখারী সংক্ষিপ্ত জীবনী
>ইমাম বুখারী সংক্ষিপ্ত জীবনী এখানে কয়েকটি লাইনে লিখব পাঠকদের মনে রাখার উদ্দেশ্যে। কারণ, ছোট এবং সংক্ষিপ্ত কথা ও গল্প বেশি মনে থাকবে। আর ইমাম বুখারীর জীবনী ছাত্র-ছাত্রী, ইমাম প্রিয় মানুষেরা এবং শিক্ষকদের ও মনে রাখা সহজ করার জন্যই আমাদের এই লিখা।
আরো পড়ুনঃ অধ্যাবসায় রচনা - শ্রমের মর্যাদা রচনা সম্পর্কে পড়ুন
তো চলুন ছোট ও সংক্ষিপ্ত পরিসরে কয়েক লাইনে ইমাম বুখারীর বায়োগ্রাফী বা জীবনী বিবরণ দিতে প্রচেষ্ট হই নিম্নালোকে।
ভূমিকাঃ ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি ছিলেন ইসলামী জ্ঞান ও হাদিস শাস্ত্রে অপ্রতিদ্বন্দী একজন মনীষী। তার স্মৃতিশক্তি জ্ঞানের গভীরতা এবং চারিত্রিক দেবতা তাকে ইতিহাসের স্বর্ণাক্ষরে অন্যতম শ্রেষ্ঠ মোহাদ্দেস হিসেবে লিখে রেখেছে। আল্লার কিতাব কুরআনের পরে তার সংকলিত সহীহুল বুখারী মুসলিম জাতির জন্য সর্বাধিক এবং সবচেয়ে নির্ভরযোগ্য হাদিস গ্রন্থ বা হাদিস শাস্ত্র।
নাম, জন্ম, বংশ পরিচয় এবং অন্যান্য বিষয়াদী
ইমাম বুখারীর পূর্ণ নামঃ আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে
ইব্রাহিম ইবনে মুহিরা আল বুখারী আল জু'ফী আল বারদিযবাহ।
জন্মঃ এই মহান মনীষী ১৩ শাওয়াল মোতাবেক ১৯৪ হিজরীতে রাতের বেলায় বুখারা নামক শহরে জন্মগ্রহণ করেন।
উপাধীঃ তাঁকে আমীরুল মুমিনীন ফিল হাদীস বা হাদিস শাস্ত্রের নেতা বলা হয়।
শৈশব ও জ্ঞানার্জন
ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাই তাঁর শৈশবকালেই পিতাকে হারিয়ে এতিম হন এবং তার
মা তাকে বড় করেন বা প্রতিপালন করেন।
- তিনি ১০ বছর বয়সে হাদিস শাস্ত্রের প্রতি গভীর আগ্রহ দেখান।
- ১৬ বছর বয়সে তিনি হাদিসের প্রসিদ্ধ কিতাবগুলো পড়া শেষ করেন।
- তার স্মৃতিশক্তি এত প্রখর ছিল যে তিনি কোন বইয়ের বিষয়বস্তু একবার দেখলেই তা মুখস্থ করে ফেলতে পারতেন।
- মক্কা, -মদিনা, ইরাক, হিজাজ, সিরিয়া এবং মিশর।
- ১৮ বছর বয়সে হজ্জে গিয়ে হাদিস সংকলন বা সংগ্রহ করা শুরু করেন।
- এক হাজারের অধিক মুহাদ্দিস এর কাছ থেকে হাদিস সংগ্রহ করেন।
- এই কাজের অনুপ্রেরণা পান তার প্রিয় ওস্তাদ ইসহাক ইবনে রাহাওয়াই এর কাছ থেকে।
- তিনি ১৬ বছর পরিশ্রম করে প্রায় ছয় লক্ষ হাদিস থেকে ৭,২৭৫ টি হাদিস নির্বাচন করেন।
- এই গ্রন্থের বিশেষত্ব হলো প্রতিটি হাদিস সনদসহ উপস্থাপন করা হয়েছে।
- তিনি নিজেই বলেছেন আমার অন্তরে এক লক্ষ সহীহ হাদিস এবং দুই লক্ষ যয়ীফ হাদিস মুখস্থ রয়েছে।
- বাগদাদ শহরে তার স্মৃতিশক্তি পরীক্ষা করে তাকে সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
- ইমাম আহমদ ইবনে হাম্বল এবং ইসহাক ইবনে রাহাওয়াই প্রভৃতি।
- ইমাম মুসলিম, ইমাম তিরমিজি এবং ইমাম নাসায়ী রহমাতুল্লাহি আলাইহিম।
ইমাম বুখারীর জন্ম মৃত্য
ইমাম বুখারীর জন্ম কত হিজরীতে
ইমাম বুখারীর জীবনী
- তাঁর মূল নামঃ মুহাম্মাদ
- পিতার নামঃ ইসমাঈল
- দাদার নামঃ ইব্রাহীম
- কুনিয়াত বা উপনামঃ আবু আব্দিল্লাহ
- উপাধীঃ আমীরুল মুমিনীন ফিল হাদীস বা হাদিস শাস্ত্রের সেনাপতি
- কুরআনের হাফেজঃ ১০ বছর বয়সে
- প্রায় সব হাদিসের সমাপনঃ ১৬ বছর বয়সে।
- জন্মঃ ১৩ শাওয়াল, ১৯৪ হিজরীতে।
- মৃত্যঃ ১ লা শাওয়াল ২৫৬ হিজরীতে।
ইমাম বুখারীর জীবনী বই
- ইমাম খাতিবে বাগদাদী খ্যাত তার লিখা তারিখে বাগদাদ
- ইমাম আয যাহাবীর লিখা সিয়ারু আলামিন নুবালা
- ইমাম আল মিজির লিখা তাহযীব আল কামাল
- ইমাম আয যাহাবীর লিখা আরেকটি বই আল ইবার
- ইমাম হাজার আল আসক্বলানীর লিখা তাহযীব আত তাহযীব ইত্যাদি।
ইমাম বুখারীর বিবাহ
ইমাম বুখারীর ছবি
ইমাম বুখারীর মাজার
আরো পড়ুনঃ কে এই মাহমুদুল্লাহ রিয়াদ - মাহমুদুল্লাহ রিয়াদের জীবন বৃত্তান্ত
ইমাম বুখারীর জীবনী ও হাদিস শাস্ত্রে তার অবদান
লেখকের শেষ মন্তব্য
ইমাম বুখারী সংক্ষিপ্ত জীবনী নিয়ে এই ব্লগ বা আর্টিকেলে লিখতে প্রচেষ্টা করেছি। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ইসলামের ইতিহাসে এক অনন্য ব্যক্তিত্ব, যিনি হাদিস শাস্ত্রকে সুসংগঠিত ও বিশ্বস্ত রূপে কায়েম করেছেন। তার অমর কীর্তি সহীহ আল বুখারী কিয়ামত পর্যন্ত মুসলিম উম্মাহর জন্য জ্ঞানের আলোকবর্তিকা হয়ে থাকবে।
তাঁর জীবন ও কর্ম আমাদের জন্য শিক্ষা ও অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত। আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদাউস দান করুন, আমীন। আরো এরকম ব্লগ পেতে আমাদের সাথেই থাকুন, ইনশাআল্লাহ।
আব্দুন নূর আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url